
সেই
কবে হলিউডি অভিনেতা রিচার্ড গিয়ার একটা চুমু খেয়েছিলেন তাকে, সেই মাশুল
এখনো টেনে চলছেন বলিউডি অভিনেত্রী শিল্পা শেঠি। প্রকাশ্যে চুমু খাওয়ার
অপরাধে ভারতের রাজস্থান এবং উত্তর প্রদেশে শিল্পার নামে গত ৪ বছর ধরে চলতে
থাকা ৩টি মামলা এবার স্থানান্তরিত হলো মুম্বাইয়ের সুপ্রিম কোর্টে। শিল্পার আইনজীবি আনন্দ গ্রোভারের আবেদনের
প্রেক্ষিতে দুজন বিচারক এই মামলাগুলোকে মুম্বাইয়ে স্থানান্তরের নির্দেশ
দেন। শিল্পার কর্মব্যস্ততার কারণেই এমনটা করা হয়েছে বলেই জানা গেছে।২০০৭
সালে হলিউডি অভিনেতা রিচার্ড গিয়ার এইডস ক্যাম্পেইনে দিল্লী এসেছিলেন। সে
সময় প্রকাশ্যেই শিল্পাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বসেন গিয়ার। এই ঘটনায়
পরবর্তীতে রাজস্থানে দুটি এবং উত্তর প্রদেশের গাজীবাদ জেলায় একটি মামলা
দয়ের করা হয়। এই মামলায় গিয়ার এবং শিল্পার নামে গ্রেপ্তারি
পরোয়ানাও জারি করা হয়েছিলো। ২০০৮ সালে তা প্রত্যাহার করে নেওয়া হলেও
বিষয়টিকে কখনোই সহজভাবে নেননি গিয়ার। ভারতের জন্য অসম্মানজনক
উল্লেখ করে এ প্রসঙ্গে গিয়ার বলেছিলেন, ‘পুরো বিষয়টিই করা হয়েছে প্রচারণার
জন্য। এসব কোর্টের মামলা, গ্রেপ্তারি পরোয়ানা- ভারতের জন্য বদনাম বই সুনাম
বয়ে আনবে না।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন