মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

Orbit ডাউনলোডার

অনেকেই অনেক ডাউনলোডার ব্যবহার করে থাকি।কিন্তু কখনোই ১০০ ভাগ সন্তুষ্ট না। প্রত্যেকটিতে থাকে বিভিন্ন রকম সীমাবদ্ধতা কোনটিতে স্পীড কম পাওয়া যায়, কোনটিতে pause হয়না, কোনোটি আবার ব্রাউজার বা পিসিকে স্লো করে ফেলে। কিন্তু Orbit এমন ডাউনলোডার যেটি আপনাকে ১০০ ভাগ স্যাটিসফ্যাকশন দেবে। এটি সব ধরনের ফাইল সাপোর্ট করে থাকে। এছাড়া এটি কোনো ডাউনলোড লিংক পেলে নিজেই ডাউনলোড শুরু করে দেয়। ডাউনলোড চলাকালীন আপনি একাধিক ফাইল pause করতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার হল আপনি এটি দিয়ে পুরোনো Failed Download নতুন করে শুরু করতে পারবেন। এমনকি এক্সপি সেটআপ দেবার পরও। Failed Download ফাইলগুলো ডিফল্ট ডিরেক্টরীতে .ob এক্সটেনশনযুক্ত ফাইলে পরিনত হয় এবং পরবর্তীতে Orbit ওপেন করে Import broken download কমান্ডের মাধ্যমে ওপেন করে নতুন করে শুরু করতে পারবেন। এছাড়া এতে
ভাইরাস প্রটেকশন ব্যবস্থা আছে। আপনি  orbit দিয়ে যেকোন ব্রাউজার হতে ফাইল ডাউনলোড করতে পারেন। এজন্য ব্রাউজার হতে লিংকটি কপি করে Orbit এর ফাইর মেনুতে গিয়ে New দিয়ে Ok তে ক্লিক করুন। সবচেয়ে বড় কথা হল এটি অন্যান্য ডাউনলোডারের চেয়ে অনেক দ্রুত। এটি আপনার নেট কানেকশনের সর্বোচ্চ স্পীড নিয়ে ডাউনলোড করে। আরও সুবিধা সম্পর্কে জানতে ও ব্যবহার করতে ডাউনলোড করুন  Orbit Downloader

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন