হু্রম! এই টাইটেল দেখেই বুঝতে পারছেন এটি কোথায় ব্যবহার করতে হবে! হ্যা এটি শুধুমাত্র মোবাইল সেটে ব্যবহার করা যাবে। এতদিন ধরে অনেকেই হিসাবে ছিলেন ইস! যদি মোবাইলের জন্য কোন এন্টিভাইরাস ব্যবহার করতে পারতাম তাহলে কতই না ভাল হত? কেননা, যত এন্টিভাইরাস প্রতিষ্ঠান মোবাইলের জন্য এন্টিভাইরাস প্রস্তুত করত সেখানে কোন ফ্রি ব্যবহারের সুযোগ ছিল না। তাই এবার ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে এভাস্ট কর্তৃপক্ষ সম্পূর্ণ ফ্রিভাবেই মোবাইলে এন্টিভাইরাস ব্যবহারের সুযোগ দিচ্ছে। তাই এখন থেকে আর পয়সা খরচ করে মোবাইল সিকিউরিটির দরকার নাই। যাদের গ্যালাক্সি, আইপ্যাড বা এন্ড্রয়েড জাতীয় সেট ব্যবহার করেন তারাই উক্ত সুবিধাটি ভোগ করতে পারবেন।
মোবাইল ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করতে ও বিস্তারিত জানতে নিচের লিংকটি ভিজিট করুন-
সম্মানীত
ভিজিগরগণ! পিসি হেল্প লাইনে পূর্ববর্তী পোস্টে আমাদের ক্যাম্পাস বন্ধু
টীমের সদস্য আবদুল্লাহ, আসলাম, লাবণী বেশ কয়েকটি এন্টিভাইরাস সিকিউরিটির
সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আপনারা সেই টপিকস গুলো দেখতে পারেন, হয়ত অনেকের
কাজে আসতে পারে। তাহলে আজ পর্যন্ত কথা বলে শেষ করছি এবং পরবর্তী পোস্টের
জন্য …….! সুতরাং সবাইকে শুভেচ্ছা ও সুস্থতা কামনা করে ইতি টানছি। –
আল্লাহ্ হাফেজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন