মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৩

পরিবর্তন করে ফেলুন আপনার এন্ড্রয়েড ফোনের কলিং স্ক্রীন(রুট)

পদ্ধতিঃ
১)cmw recovery তে গিয়ে আপনার রম টি ব্যাকআপ করুন।
২)এই ফাইল টি ডাউনলোড করুন।
৩)ফোনে অফ লাইন মোড অ্যাক্টিভ করুন।
8)ফোন রিস্টার্ট করুন।
৫)root explorer অন করুন ।
৬)Phone - Xperia.apk অ্যাপ টা কপি করুন। read/wr সিলেক্ট করুন
৭)system/app তে পেস্ট করুন।
৮)এবার phone.apk কপি করে এস ডি কার্ডএ ব্যাকআপ দিন।
৯)আবার system/app এ গিয়ে phone.apk ডিলিট করে দিন। Phone - Xperia.apk কে রিনেম করে phone.apk করে দিন।
১০) ব্যাস আপনার কাজ শেষ। রিস্টার্ট করে উপভোগ করুন।
১১) cm7 rom যারা ইউস করেন তারা rom এর জিপ ফাইল এর system/app থেকে phone.apk ডিলিট করে দিন। Phone - Xperia.apk কে রিনেম করে phone.apk করে নিন এবং পেস্ট করে system/app এ। এবার রম ইন্সটল করুন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন