সোমবার, ৩১ মার্চ, ২০১৪

ছোট্ট একটি টুল দিয়ে আপনার পিসি আর পেন্ড্রাইভকে টিকা দিন জীবনেও ভাইরাস প্রবেশ করবে না


এর নাম হচ্ছে Panda USB Vaccine. এটি পান্ডা সিকিউরিটির একটি ফ্রী টুল।
বর্ণনা 
এটি আপনার পিসিতে ইন্সটল দেয়ার পর আপনার পিসিকে ভ্যাকসিনেট করতে বলবে ( নিচের ছবির মতো) Vaccinate PC অপশনে ক্লিক করে

একবার ভ্যাক্সিনেট করলে এই পিসিতে পেন্ড্রাইভ বা এই জাতীয় রিমুভেবল ড্রাইভ দ্বারা কখনোই ভাইরাস আক্রান্ত হবেনা
এমনকি আপনার পিসিতে এন্টি-ভাইরাস প্রোগ্রাম না থাকলেও না।
তাছাড়া এই পিসিতে যে কোন পেন্ড্রাইভ/মেমোরীকার্ড প্রবেশ করানোর সাথে সাথে নিছের ছবির মতো
পপআপ ওপেন হয়ে ভ্যাক্সিনেট করতে বলবে।

একবার ভ্যাক্সিনেট করার পর  ওই ড্রাইভে অন্য পিসি থেকে  জীবনে কখনোই ভাইরাস  আক্রান্ত হবেনা
তবে যদি  এটি ফরম্যাট করেন তবে আবার ভ্যাক্সিনেট করতে হবে।
ডাউনলোড করতে >মিডিয়া ফায়ার থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন