বৃহস্পতিবার, ১৭ জুন, ২০১০

সময়ের সেরা ১০ সেলফোন

মোবাইল ফোন সেটের জগতে প্রায় প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম৷ জনপ্রিয় মোবাইল ফোন সেট প্রস্তুকারক প্রতিষ্ঠানগুলো নিয়ে আসছে আরো উন্নত ও অধিক সুযোগ-সুবিধাসম্পন্ন মোবাইল ফোন সেট৷ ভোক্তাদের চাহিদার বিবেচনায় মোবাইল ফোন সেটে যোগ হচ্ছে নতুন নতুন ফিচার৷ টাচস্ক্রিণ, থ্রিজি, এক্সিলারোমিটার সেন্সর, ডিজিটাল কম্পাস আরো কতো কি৷ বর্তমান বাজারের জনপ্রিয়তার বিচারে তেমন দশটি সেরা সেট নিয়ে এই প্রতিবেদন-

আইফোন থ্রিজিএস
বিশ্বজুড়ে সমাদৃত অ্যাপল কেম্পানির আইফোন থ্রিজিএস মোবাইল ফোন সেটটি ২০০৯ সালের শীর্ষ জনপ্রিয় সেটগুলোর একটি৷ ঘড়ি, আইপড, ইউটিউব, আবহাওয়া, ইমেইল, দিক নির্দেশকসহ আরো নানা ফিচারে সমৃদ্ধ এই স্মার্টফোনটি ক্রেতাদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে৷ এই ফোনে রয়েছে ৩ মেগাপিক্সেলের ক্যামেরা, যার সাথে যুক্ত হয়েছে ফোকাসিং সুবিধা৷ এর 'ট্যাপ টু ফোকাস' ফিচারটি আপনাকে দেবে ফ্রেমের নির্দিষ্ট কোনো স্থানে ফোকাসিংয়ের সুবিধা৷ তবে বরাবরের মতো আইফোনের এই সেটটিতেও যুক্ত করা হয়নি ফ্ল্যাশ৷ প্রথমবারের মতো কোনো আইফোনে দেয়া হয়েছে ভিডিও রেকর্ডিংয়ের ফিচার৷ থ্রিজিএস এর ভয়েস কন্ট্রোল ফিচার আপনাকে দেবে ভয়েস ডায়ালিংসহ আরো নানা সুবিধা৷ এর মাধ্যমে আপনি শব্দের মাধ্যমে আপনার ফোনের নানা সুবিধা ব্যবহার করতে পারবেন৷ যেমন, কনটাক্ট খুঁজে বের করা, মেনুর নানা অংশে যাওয়া এমনকি আইপড প্লেয়ার ব্যবহার করা৷ সেটটির বিল্টইন ডিজিটাল কম্পাস ব্যবহারের মাধ্যমে পাওয়া যাবে দিক-নির্দেশনা৷ যাতে নির্দেশিত হয় চৌম্বক উত্তর দিক, এমনকি অক্ষাংশ-দ্রাঘিমাংশও৷ এই ফোনটিতে বিশেষ ফিচার হিসেবে যুক্ত হয়েছে পেডোমিটার৷ বিশেষ ধরণের জুতার সাথে যুক্ত করলে আপনার ভ্রমণদৈর্ঘ্যও হিসেব কষে বলে দিতে পারে এই সেটটি৷

এইচটিসি এইচডি২
৪.৩ ইঞ্চির বিশাল ডব্লিউভিজিএ (৮০০*৪৮০) টাচস্ক্রিন ডিসপ্লে আর ১গি.হা. প্রসেসর স্পিড এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার৷ ১২০.৫ মিমি দৈর্ঘ্য ও ৬৭ মিমি প্রশস্ত এই সেটটি আগের মডেল থেকে আকারে ছোট না হলেও এর থিকনেস ১২মিমি থেকে কমে দাঁড়িয়েছে ১১ মিমি৷ টাচস্ক্রিনের বাইরে এতে আছে কলআপ, কল এন্ড, হোম এবং অ্যারো বাটন, যা আপনাকে দেবে সহজে কল করা ও নেভিগেশনের সুবিধা৷ এই সেটে ডেডিকেটেড বাটনের বদলে কল এন্ড বাটনটিই কাজ করে পাওয়ার বাটন হিসেবে৷ সহজ অডিও সাপ্লাইয়ের জন্য এতে আছে ৩.৫ মিমি জ্যাক ইনপুট সুবিধা৷ এর ইউএসবি কানেকশনেও আছে নতুনত্ব৷ এইচএসডিপিএ সাপোর্টেড কানেকটিভিটিতে রয়েছে ৭.২ মেবা ডাউনলোড ও ২ মেগাবাইট আপলোডের গতি৷ একইসাথে আছে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস স্যাটেলাইট নেভিগেশন৷ ওয়াইফাই রাউটার হিসেবেও বেশ দক্ষ এই সেটটি৷ এতে রয়েছে টাচফ্লো থ্রিডি৷ সেটটির কনটাক্ট লিস্টে নানা তথ্যের সাথে দেখা যাবে ফেসবুক আপডেটও৷ এর মাল্টিটাচ ফাংশন ব্যবহারের ফলে কমপাটিবল অ্যাপ্লিকেশন জুম করে দেখা যাবে৷

এইচটিসি হিরো
ম্যাট মেটালিক সফট ফিনিশড টাচস্ক্রিন আর আউটলুক এইচটিসি হিরো ফোন সেটটির 'হিরো' শব্দটির যথার্থতাই প্রমাণ করে৷ ১১২*৫৬.২*১৪.৪ মিমি আয়তনের এই সেটটির ওজন মাত্র ১৩৫ গ্রাম৷ এতে আছে ছয়টি ডেডিকেটেড বাটন৷ দ্রুততার সাথে কাজ করার জন্য এতে ব্যবহার করা হয়েছে ৫২৮ মেগাহার্জের প্রসেসর৷ এছাড়াও আছে ৫১২ মেগাবাইট রম ও ২৮৮ মেগাবাইট র‌্যাম৷ নেভিগেশনের জন্য এই সেটে ব্যবহৃত হয়েছে ট্র্যাকবল, যার সাহায্যে আপনি ইচ্ছেমতো ব্রাউজ করতে পারেন ডিভাইসটি৷ ৫ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরাও রয়েছে এই সেটে৷ এই সেটের ৩.৫ মি.মি. অডিও আউটপুট জ্যাকের মাধ্যমে যেকোনো হেডফোন বা স্পিকারের মাধ্যমে গান শোনা যায়৷ বর্ধিত মেমোরির জন্য আছে মাইক্রো এসডি কার্ড স্লট৷ এর টকটাইম ৪৭০ মিনিট ও স্ট্যান্ডবাই টাইম ৪৪০ ঘন্টা পর্যন্ত৷

এলজি ওয়াচফোন জিডি ৯১০
বিশ্বখ্যাত কমিক 'ডিক ট্র্যাসি' কিংবা কার্টুন সিরিজ 'পাওয়ার রেঞ্জার' এর কথা অনেকেই শুনে থাকবেন৷ তা না হলেও কমসে কম 'নাইট রাইডার' তো দেখেছেন৷ আর যদি দেখেই থাকেন তাহলে ঘড়ির মধ্যে কমিউনিকেশন ডিভাইস তথা ফোন থাকার বিষয়টি খুব বেশি অবাক করার মতো নয় বৈকি৷ কিন্তু বাস্তব জগতে এর প্রাপ্যতা এতোদিন ছিলো না৷ এলজি ২০০৯ সালে প্রথমবারের মতো থ্রিজি সাপোর্টেড ওয়াচফোন বাজারে ছেড়েছে৷ জিডি ৯১০ মডেলের এই সেটটি দেখতে অবিকল ঘড়ির মতো৷ চামড়ার বেল্টের সাহায্যে ঘড়িটি হাতে পড়া যায়৷ এই ঘড়ি-ফোনে আছে ১.৪৩ ইঞ্চির ক্যাপাকটিভ টাচস্ক্রিণ এলসিডি৷ আছে ৮০ মেগাবাইট তথ্যধারণ ক্ষমতা, ব্লুটুথ কানেকটিভিটি, এমপিথ্রি প্লেব্যাক, ভয়েস কমান্ড ও ভিজিএ ক্যামেরা৷ করা যাবে ভিডিও কলও৷

মটোরোলা মাইলস্টোন
মটোরোলা মাইলস্টোনে পাবেন ৩.৭ ইঞ্চির ৪৮০*৮৫৪ পিক্সলে রেজু্যলেশনের ডিসপ্লে৷ ক্যাপাকটিভ টাচস্ক্রিণে যোগ হয়েছে মাল্টিটাচ ইনপুট মেথড আর এক্সিলারোমিটার সেন্সর৷ স্লাইড লেভেলে আছে ফুল কোয়ার্টি কিবোর্ড, যার সাথে আছে পাঁচমুখী নেভিগেশন বাটন৷ ২৫৬ মেগাবাইট র‌্যাম আর ১৩৩ মেগাবাইট ইন্টারনাল মেমোরির সাথে মাইক্রো এসডি কার্ড স্লট৷ সেটের সাথে পাবেন ৮ গিগাবাইটের মেমোরিকার্ড যা বর্ধিত করা যাবে ৩২ গিগাবাইট পর্যন্ত৷ কানেকটিভিটির জন্য আছে ব্লুটুথ, ওয়াইফাই ও ইউএসবি কানেকশন৷ ৫ মেগাপিক্সেলের ক্যামেরার (২৫৯২*১৯৪৪ পিক্সলে) সাথে ভালো মানের ছবির জন্য আছে অটোফোকাস সুবিধা ও লেড ফ্ল্যাশ৷ অডিও আউটপুটের জন্য রয়েছে সহজে ব্যবহারযোগ্য ৩.৫ মিমি জ্যাক৷ সাড়ে ছয় ঘন্টার টকটাইমের সাথে এই সেটটির স্ট্যান্ডবাই টাইম ৩৫০ ঘন্টা পর্যন্ত৷

নকিয়া এন৯০০
বিশ্বখ্যাত মোবাইল ফোন সেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান নকিয়া ২০০৯ সালে বাজারে ছেড়েছে এন সিরিজের ৯০০ মডেলের সেট৷ ফুল ফ্রন্ট মনিটর আর স্লাইড অপশনে ফুল কোয়ার্টি কিবোর্ডে পাবেন কম্পিউটারে কাজ করার অনুভূতি৷ গত নভেম্বরে বাজারে আসা এই সেটটি ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে এর নজরকাড়া ডিজাইন আর ফিচারসের কারণে৷ ৮০০*৪৮০ পিক্সেলের টিএফটি টাচস্ক্রিণে আছে ১৬এম কালার৷ ১১০.৯*৫৯.৮*১৮ মিমি আয়তনের এই সেটটির ওজন ১৮১ গ্রাম৷ অটো রোটেটের জন্য আছে এক্সিলারোমিটার সেন্সর৷ স্টেরিও স্পিকারের সাথে আছে ৩.৫ মিমি অডিও আউটপুট জ্যাক৷ ২৫৬ মেগাবাইট র‌্যাম আর ৩২ গিগাবাইটের বিশাল ইন্টারনাল মেমোরিতে পাবেন অধিক তথ্য সঞ্চয়ের সুবিধা৷ আরো বর্ধিত করার জন্য রয়েছে ১৬গিগাবাইট পর্যন্ত এক্সপান্ডেবল মাইক্রোএসডি কার্ড স্লট৷ কানেকটিভিটিতে আছে ব্লুটুথ, ওয়াইফাই, ইউএসবি কানেকশন৷ এর ৫ মেগাপিক্সেলের (২৫৭৬*১৯৩৬) ক্যামেরার সাথে আছে কার্ল জেইসের লেন্স, অটোফোকাস, ডুয়াল লেড ফ্ল্যাশ, ভিডিও লাইট প্রভৃতি৷ সাথে আছে ভিজিএ সেকেন্ডারি ক্যামেরা৷ টিভিতে দেখার জন্য আছে টিভি আউটপুট জ্যাক৷

পাম প্রি
গত বছর ফেব্রুয়ারিতে বাজারে এসেছে পাম প্রি পিডিএ সেটটি৷ ১০০.৫*৫৯.৫*১৬.৯ আয়তনের এই সেটটির ওজন ১৩৩ গ্রাম৷ ৩.১ ইঞ্চির টিএফটি ক্যাপাকটিভ টাচস্ক্রিণের (৩২০*৪৮০ পিক্সলে) সাথে আছে ফুল কোয়ার্টি কিবোর্ড৷ অটো রোটেটের জন্য আছে এক্সিলারোমিটার সেন্সর৷ ৩.৫ মিমি অডিও আউটপুট জ্যাকের মাধ্যমে সহজই শুনতে পারবেন মিউজিক৷ এতে আট গিগাবাইটের ইন্টারনাল মেমোরি থাকলেও নেই কোনো আলাদা মেমোরি কার্ড স্লট৷ ছবি তোলার জন্য এই সেটে পাবেন ৩.১৫ মেগাপিক্সেলের ফিক্সড ফোকাস ক্যামেরা ও লেড ফ্ল্যাশ৷ ৬০০ মেগাহার্জের প্রসেসরের সাথে অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়েছে পাম ওয়েব ওএস৷

স্যামসাং এস ৭৫৫০ ব্লু আর্থ
১০৮*৫৩.৬*১৪.২ মিমি আয়তন আর ১১৯ গ্রম ওজনের স্যামসাং কোম্পানির এই সেটটির ডিজাইন যথেষ্টই নান্দনিক৷ এটি টিএফটি ক্যাপাকটিভ টাচস্ক্রিণ সমৃদ্ধ৷ ২৪০*৪০০ পিক্সেলের স্ক্রিণটি তিন ইঞ্চি৷ ডিসপ্লেতে আছে অটো রোটেটের জন্য এক্সিলারেমিটার, টার্ন টু মিউট ও স্মার্টলক সুবিধা৷ এর ফোনবুক মেমোরিতে রাখতে পারবেন ২০০০ কনটাক্ট৷ আর কল রেকর্ডসে থাকবে সর্বশেষ ৪০টি কলের বিস্তারিত তথ্য৷ এর মেমোরিতে আছে ১৩০ মেগাবাইট ইন্টারনাল তথ্য সংরক্ষণ সুবিধা৷ অতিরিক্ত মাইক্রোএসডি কার্ড স্লটে ব্যবহার করা যাবে ১৬ গিগাবাইট ক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ড ৷ ছবি তোলার জন্য আছে ৩.১৫ মেগাপিক্সেলের (২০৪৮*১৫৩৬) ক্যামেরা৷ যাতে আছে ফেইস এন্ড স্মাইল ডিটেকশন৷ সাথে আছে ১৫ ফ্রেম/সেকেন্ড ভিডিও সুবিধা৷ ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলেও এতে আছে একটি সোলার প্যানেল৷ যার দ্বারা সূর্যালোকে ১০ মিনিট চার্জ করে ফোন সেটটি চালানো যাবে প্রায় ২০ মিনিট, কথা বলা যাবে আড়াই মিনিটের মতো৷

স্যামসাং আই ৮৯১০

স্যামসাং কোম্পানির এই সেটটি বাজারে আসে ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে৷ সেটটিতে আছে অ্যামোলেড ক্যাপাকটিভ টাচস্ক্রিণ৷ ৩৬০*৬৪০ পিক্সেলের ৩.৭ ইঞ্চি স্ক্রিণে আছে এক্সিলারোমিটার সেন্সর, অটো টার্ন অফ এর জন্য প্রক্সিমিটি সেন্সর এবং স্ক্র্যাচরোধক পরত৷ স্টেরিও সাউন্ডের সাথে আছে ৩.৫ মিমি অডিও আউটপুট জ্যাক৷ বিশেষ সাউন্ড ফিচার হিসেবে যুক্ত হয়েছে ডিজিটাল ন্যাচারাল সাউন্ড ইঞ্জিনিয়ারিং৷

রিম ব্ল্যাকবেরি বোল্ড
মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান রিম-এর ব্ল্যাকবেরি মডেলের ফোন সেটটি দেখতে অনেকটা আগের ব্ল্যাকবেরির মতোই৷ কেনডি বার ডিজাইনের এই সেটটি নেভিগেশনের জন্য কোন বাটনের বদলে আছে ট্র্যাক বল৷ ফোন, ব্রাউজার, অর্গানাইজার ও মিডিয়া প্লেয়ার হিসেবে ব্যবহার করা যাবে সেটটি৷ সেটে আছে ১ গিগাবাইট ইউজার মেমোরি ও ১ গিগাবাইট ফ্ল্যাশ মেমোরি স্পেস৷ ২ মেগাপিক্সলে ক্যামেরায় ছবি তোলার পাশাপাশি রয়েছে রেকর্ডিং সুবিধা৷ ৩২০স৪২০ পিক্সেলের টিএফটি ডিসপ্লেতে আছে ১৬ বিট কালার ডেপথ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন