বিশ হাজার
টাকার জন্য বন্ধুর হয়ে পরীক্ষা দিতে গিয়ে নিজের শিক্ষা জীবন অনিশ্চয়তায়
ফেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এক
শিক্ষার্থী।
আইবিএ’র ওই শিক্ষার্থীর নাম খন্দকার রিফাত হোসেন। তিনি সম্প্রতি আইবিএ থেকে অনার্স শেষ করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
শুক্রবার সকালে ঢাকা টিচার্স ট্রেইনিং কলেজে কেন্দ্রে বেসরকারি একটি ব্যাংকের হিসাব রক্ষকের পদে বন্ধু মইনুল হোসেনের জন্য পরীক্ষা দিতে বসেছিলেন রিফাত। তবে ধরা পড়ে গেছেন।
প্রক্টর বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলে মইনুলের কাছ থেকে ২০ হাজার টাকা পেতো বলে রিফাত স্বীকার করেছে।
রিফাতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- জানতে চাইলে আমজাদ আলী বলেন, “অন্যজনের হয়ে পরীক্ষা দিতে আসা বড় ধরনের অপরাধ।”
“পরিবারের কথা ভেবে আমরা তাকে পুলিশে দিইনি, তবে তার বিরুদ্ধে আমরা একাডেমিক ব্যবস্থা নেবো,” বলেন তিনি।
আইবিএ’র ওই শিক্ষার্থীর নাম খন্দকার রিফাত হোসেন। তিনি সম্প্রতি আইবিএ থেকে অনার্স শেষ করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
শুক্রবার সকালে ঢাকা টিচার্স ট্রেইনিং কলেজে কেন্দ্রে বেসরকারি একটি ব্যাংকের হিসাব রক্ষকের পদে বন্ধু মইনুল হোসেনের জন্য পরীক্ষা দিতে বসেছিলেন রিফাত। তবে ধরা পড়ে গেছেন।
প্রক্টর বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলে মইনুলের কাছ থেকে ২০ হাজার টাকা পেতো বলে রিফাত স্বীকার করেছে।
রিফাতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- জানতে চাইলে আমজাদ আলী বলেন, “অন্যজনের হয়ে পরীক্ষা দিতে আসা বড় ধরনের অপরাধ।”
“পরিবারের কথা ভেবে আমরা তাকে পুলিশে দিইনি, তবে তার বিরুদ্ধে আমরা একাডেমিক ব্যবস্থা নেবো,” বলেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন