শুক্রবার, ১১ জুন, ২০১০

প্রয়োজনীয় কয়েকটি মোবাইল ইন্টারনেট ব্রাউজার

সফটওয়্যার পরিচিতিঃ প্রয়োজনীয় কয়েকটি মোবাইল ইন্টারনেট ব্রাউজার

মোবাইল এর ডিফল্ট ব্রাউজার ব্যবহার করা অনেকটাই ঝামেলাকর। এছাড়া এতে প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো ওপেন হয়না বা অনেক সময় লাগে ওপেন হতে। মুলত মোবাইল এর ডিফল্ট ব্রাউজারটি শুধুমাত্র ওয়াপ সাইটগুলো দেখার জন্য বিশেষভাবে তৈরী। এ ঝামেলা এড়াতে এবং ভালভাবে ওয়েবসাইট গুলো দেখতে রয়েছে অনেকগুলো থার্ড পার্টী সফটওয়্যার। যারা নিয়মিতমোবাইল ইন্টারনেট ব্রাউজ করেন তারা অবশ্যই অপেরা মিনি ব্যবহার করেছেন। এছাড়া আরো কিছু সফটওয়্যার রয়েছে যা হয়তো আপনার পছন্দ হবে।

Opera.MOD: এটা অপেরা মিনির রাশিয়ান ভার্শন। মানে এটা অপেরা মিনির হ্যাকড ভার্শন। তারা এটাকে কেটেছেটে এতে যোগ করেছে অনেক নতু্ন ফিচার। সব মিলিয়ে ফিচার গূলো এরকম------

1.File manager
2.Download Manager
3.Bookmark, History, Download Status
1.4.এতে রয়েছে মাল্টি ট্যাব ব্রাউজিং এর সুবিধা। মানে একসাথে অনেকগুলো পেজ ব্রাউজ করতে পারবেন। যেটা এখন আপনি করে থাকেন
2.অপেরা ডেক্সটপ ব্রাউজার এ।
4.Backup/ Restore Sessions,
5.Save/Open Pages
6.link থেকে new/background পেজ ওপেন, link থেকে ডাউনলোড।
7.wap/ Web Browsing অপশন
8.Memory status / Traffic
9.Bitmap Font, এটা দিয়ে আপনি বাংলা সাইটগুলো দেখতে পারবেন এমনকি যদি আপনার মোবাইল টি Unicode সাপোর্টেড নাও হয়।
10.শর্টকাট

Bolt Browser: এটি খুব ভাল একটি ব্রাউজার যদি আপনি একটি ওয়েবপেজ এর full look টা আপনার মোবাইলে পেতে চান। এটি আপনাকে অবিকল সেই পেজটিই দেখাবে যেটি আপনি দেখবেন আপনার ডেক্সটপ ব্রাউজারে।
এর ফিচার গূলো এরকম------

1.mobile/ Desktop View
2.Favourite/ History
3.Image download
4.Spilt Screen- এখানে আপনি Screen এর এক অংশে ছোট আকারে ফুল পেজ ও অন্য অংশে কার্সর সিলেক্টেড স্থানে zoom করে দেখতে পারবেন এজন্য ওয়েব পেজ এ গিয়ে 5 চাপুন।
5.Image Quality- Low/Medium/High
6.Magnification --Small, Medium, Large, Xlarge, XXlarge, Default.
7.Https/socket connection.

UCWEB: এটি আসলেই খুব ভাল একটি ব্রাউজার। ফিচার এর দিক থেকে আমার দেখা Best. ইউজ না করলে এর মাজেজা বুঝতে পারবেন না।
ফিচার সমূহঃ

1.Bookmarks (ডিফল্ট আছে অনেকগুলো) History
2.Search Engine (Google, Yahoo, MSN)
3.MultiTab ব্রাউজিং এর সুবিধা। মানে একসাথে অনেকগুলো পেজ ব্রাউজ করতে পারবেন। ট্যাব সুইচ করার জন্য 3 চাপুন।
4.Shortcuts
5.Phonecall,SMS ব্রাউজার থেকে না বের হয়েই। (option আছে)
6.Multiclipboard, Copy, Paste, Page Info.
7.Link থেকে new tab, Background open, Save target as.
8.Backup/ Restore Sessions,
9.Save/Open Pages
10.৪টা থীম+ Downloadable themes
11.Rotate View.
12.File Manager
13.Download Manager সবচেয়ে আকর্ষনীয় ফাংশন এটি। এটী যেকোন internet download managerer এর মত কাজ করে।
14.এছাড়া settings থেকে ইচ্ছামত সাজিয়ে নিতে পারবেন ব্রাউজারটিকে।
15.Exit এইটা দিয়ে ব্রাউজার থেকে বের হওয়া যাবে।


TeaShark- এটিও ভাল একটি ব্রাউজার। তবে এর ফিচারগুলো উল্লেখযোগ্য তেমন কিছুই না। ইউজ করে দেখতে পারেন।

Firefox: নাম শুনে বিভ্রান্ত হবেননা। এটা TeaShark এর চোরাই ভার্শন। তবে খুব শীঘ্রই মজিলা java ভার্শন এর মোবাইল ইন্টারনেট ব্রাউজার বাজারে ছাড়বে।


Squace: আমি এটি ইউজ করে এর কিছুই বুঝতে পারিনি। আপনি ইউজ করুন, এর সম্পর্কে ভাল কিছু পেলে আমাকে জানাবেন।


Opera Mini: সবচেয়ে বহুল প্রচলিত ব্রাউজার এটি। সিকিউরিটির দিক থেকেও অনন্য। আমিও এটি ইউজ করি। এটি
সম্পর্কে জানেন না এমন ইউজার কমই আছেন। তাই এটি নিয়ে কিছু বললাম না। তবে একটি বিষয়, আপনি যদি লিমিটেড ডাটা
প্যাকেজ ইউজার হন (যেমন GP এর P1 প্যাকেজ, যেমন ব্যবহার তেমন চার্জ) তাহলে আপনাকে বলব operamini 3.1 ভার্শনটি ব্যবহার করতে। এটিতে টাকা অনেক কম কাটবে। (Load Image অপশনটি off করে দিতে পারেন, এতে অনেক সাশ্রয় হবে) opera mini 4.2 ভার্শনটি অনন্য। পেজ save সহ অনেকগূলো অপশন আছে এতে। আপনার মোবাইল এর জন্য আদর্শ একটি ব্রাউজার এটি তবে operamini 3.1 এর তুলনায় তাকা একটি বেশিই কাটে। যদি আনলিমিটেড ডাটা প্যাকেজ ইউজার হন (যেমন GP এর P২ প্যাকেজ, মাসে 978 টাকা আর unlimited use ) তাহলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটি।

Opera Mobile: এটি অপেরা মিনির Symbian Version। এটি আপলোড করলাম না। পেতে চাইলে mini.opera.com এ গিয়ে ডাউনলোড করুন। ( ১ মাসের ট্রায়াল ভার্শন পাবেন).


সফটয়্যার গুলো একসাথে করে আপলোড করে দিলাম। ইউজ করে ভাল লাগলে feedback দিবেন। আর এরকম যদি আরও সফটয়্যার এর খবর আপনার জানা থাকে তবে আমাদেরকে সেটি জানান।

*****আসুন ভালকিছু আমরা সবাই মিলেই উপভোগ করি।*****

বিশেষ সতর্কবানীঃ কোন ওয়েবসাইট বা ডাউনলোড লিঙ্ক দেয়ার আগে নিজে তার content সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। আলতুফালতু কোন লিঙ্ক দেবেন না দয়া করে। (এ সম্পর্কে আমার খুব বাজে অভিজ্ঞতা আছে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন