ক্রশঃ ১ ২ ৩ গ্যাপ ৪ এবং ৪ ৩ ২ গ্যাপ ১ ।
স্ট্রেইটঃ১ ২ ৩ গ্যাপ ৪ এবং ১ ২ ৩ গ্যাপ ৪ ।
সমজাতীয় হলে ক্রশ আর বিপরীত জাতীয় হলে স্ট্রেইট।
এখানে ১,২,৩,৪ দ্বারা রং বুঝানো হয়েছে।আশা করি এটা করা খুব কঠিন হবে না।এখন কানেক্টর পানচ মেশিনে বসিয়ে একটু চাপ দিলেই তারের সাথে কানেক্টর যুক্ট হয়ে যাবে শক্ত ভাবে।এটা হলো আলদা তারের জন্য।ক্যাট-৫ এর জন্য কালাম কম্বিনেশন নেট এ একটু সার্চ করলেই পেয়ে যাবেন।আমি এই টিউটেরিয়াল এর শেষের দিকে কিছু লিংক দিয়ে দেবো আশা করি যাতে প্রয়োজনীয় হেল্প ও ছবি পেয়ে যান।এখানে ছবি বেশি দিতে হলে অনেক ছবি দিতে হবে।
একই ভাবে যত ইচ্ছা কম্পিউটার ও হাব সংযুক্ত করতে হবে।মনে রাখতে হবে সমজাতীয় টার্মিনাল(যেমন- কম্পিউটার,হাব ইত্যাদি নিজেদের ভেতর যুক্ত করার সময় মানে হাব টু হাব অথবা পিসি টু পিসি) যুক্ত করতে তার ক্রশ করে লাগাতে হবে আর বিপরীত জাতীয় হলে(হাব টু পিসি) স্ট্রেইট(দুই পাশে একই) করে লাগাতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন