বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

Acer ICONIA TAB A501

ইদানিং ট্যাবলেট পিসি ধীরে ধীরে বাজারে জনপ্রীয় পণ্য হিসেবে জায়গা করে নিচ্ছে । ল্যাপটপের থেকে পাতলা তবে কাজে প্রায় ল্যাপটপের সমান, উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা, আকারে ল্যাপটপের থেকে অনেক ছোপ এবং পাতলা বিধায় যে কোন জায়গায় পরিবহন করতে অনেক স্বচ্ছন্দ্যবোধ করে ব্যবহারকারীর । এ সকল বাহ্যিক কারণে ট্যাবলেট পিসির জনপ্রিয়তা ইদানিং বেশ ভালো গতিতে আমাদের দেশে বাড়ছে । Acer কম্পিউটারের জগতে পুরাতন এবং জনপ্রীয় বিশ্বস্ত নাম । তারা বেশভালোভাবে ট্যাবলেট পিসির বাজার দখলের কারণে অনেক উন্নত সুবিধা নিয়ে ট্যাবলেট পিসি বাজারে নিয়ে এসেছে বেশ সস্তা দামে । এ রকম একটা ট্যাবলেট পিসি Acer ICONIA TAB A501 । উল্লেখযোগ্য সুবিধাগুলোর মাঝে আছে 5MP এর দুর্লভ HD ওয়েব ক্যাম, 3G Network, WiFi, ১ বছরের আর্ন্তজাতিক ওয়ারেন্টি, ৮ ঘন্টার ম্যারাথন ব্যাটারি ব্যাকআপ Acer ICONIA TAB A501 এর ফীচার -------------- Processor = NVIDIA® Tegra™ 250 Dual Cortex A9 (1.0GHz) Processor Speed = NVIDIA® Tegra™ 250 Dual Cortex A9 (1.0GHz) RAM =1GB DDR3 Hard disk =16GB Flash Memory Display =10.1" WXGA Networking =3G/WiFi/Bluetooth Webcam =5MP Battery =6 Cell Backup =8 hours 720p HD Video Playback Weight =2kg OS =Android 3.2 Warenty = ১ বছরের আর্ন্তজাতিক ওয়ারেন্টি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন