ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মনিরুল হক সাক্কুকে বহিষ্কার করেছে বিএনপি।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সোমবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তবে এর আগেই সাক্কু দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিরোধিতা করে বিএনপি ইতোমধ্যে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
তবে এরপরও কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক মন্ত্রী প্রয়াত বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আকবরের আত্মীয় সাক্কু কুমিল্লা পৌরসভার মেয়র ছিলেন।
রিজভী আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য দলের নির্বাহী সদস্য ও কুমিল্লা জেলার ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন