দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে গুগল প্লাস
গুগলের
সামাজিক যোগাযোগ সাইট গুগল প্লাসে ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটি পেরিয়েছে।
সম্প্রতি গুগল প্লাসের গবেষকেরা এমন তথ্য জানিয়েছেন। এনসেসট্রি ডটকম নামের
জনপ্রিয় সাইটের প্রতিষ্ঠাতা পল অ্যালেন জানান, গুগল প্লাস ব্যবহারকারীর
সংখ্যা এখন ছয় কোটি ২০ লাখ। অ্যালেন তাঁর গুগল প্লাস প্রোফাইলে লিখেছেন,
গুগল প্লাসে নতুন ব্যবহারকারীর সংখ্যা দারুণভাবে বেড়েই চলছে। তিনি জানান,
প্রতিদিন গুগল প্লাসে ছয় লাখ ২৫ হাজার করে নতুন অ্যাকাউন্ট যোগ হচ্ছে! তাঁর
হিসাবমতে, ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি গুগল প্লাস ব্যবহারকারী হবে ১০ কোটি
এবং ৩ আগস্টের মধ্যে তা হবে ২০ কোটি! এ ছাড়া আগামী বছরের শেষ নাগাদ এ
সংখ্যা ৩০ কোটি হবে বলেও অভিমত তাঁর। তবে সর্বশেষ গুগল প্লাস কর্তৃপক্ষ
জানিয়েছিল, তাদের ব্যবহারকারী ৪০ কোটি। তবে অ্যালেন নানা ধরনের গবেষণা করে
গুগল প্লাসের এ সংখ্যার কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট
ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজেদের সামাজিক যোগাযোগ সাইট চালু
করে গুগল কর্তৃপক্ষ। যাত্রা শুরুর পর থেকেই গুগল প্লাসের প্রতি
ব্যবহারকারীদের আগ্রহ বাড়তে থাকে। গুগল প্লাসের নানা নতুন বৈশিষ্ট্য
ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন