KASPERSKY INTERNET SECURITY 2012
AND
KASPERSKY ANTIVIRUS 2012
কিভাবে ইন্সটল করতে হবেঃ
১. প্রথমে নিচের লিঙ্ক থেকে
KASPERSKY INTERNET SECURITY 2012 অথবা KASPERSKY ANTIVIRUS 2012 ডাউনলোড করে নিন।
KASPERSKY INTERNET SECURITY 2012
KASPERSKY ANTIVIRUS 2012
২. এখন নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিন
Trial Resetter v1.2B
ট্রায়াল রিসেটার চালাতে Dot net Framework 2 অথবা লেটেস্ট ভার্সন লাগবে।
Dot net Framework 2
অথবা
Dot net Framework 4.0
যেকোনো একটি ইন্সটল করুন
আসুন দেখি কিভাবে আজিবনের জন্য অ্যাক্টিভ করতে হবেঃ
প্রথমে 30 দিনের আপনার পাওনা Trial লাইসেন্স উপভোগ করুন।
৩০দিনের লাইসেন্স শেষ হলে নিচের পদ্ধতি অনুসরন করুন।
প্রথমে setting থেকে নিচের চিত্রের মত EnableSelf-Defense এর টিক উঠিয়ে দিতে হবে
এখন Apply করে OK করুন।
এখন নিচের সিস্টেম ট্রের Icon থেকে Kaspersky, Exit করুন। লক্ষ রাখুন যেনো কোন ভাবেই এটি চালু না থাকে।
এবার Trial Re-setter টি run করান সব ঠিক থাকলে নিচের মত চিত্র শো করবে। তারপর Reset এ click করুন।
Processing হচ্ছে....
এরপর পিসি রিস্টার্ট নিবে
এবার স্টার্ট মেনু থেকে ক্যাস্পারস্কি চালু করুন। নেট কানেকশন দিন।
এই Activation wizard আসবে। সিম্পলি "Active Trial Version" click করুন এবং "Next" button press করুন।
Processing হচ্ছে....
ব্যস পেয়ে গেলেন আরো ৩০দিনের লাইসেন্স। "Next" click করুন.
৩০ দিন পর এক ই পদ্ধতি অনুসরন করুন পেয়ে যাবেন আরো ৩০দিনের লাইসেন্স। এভাবে চলুন আজীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন