
বলিউডি
অভিনেতা হৃত্বিক রোশান ধূমপান ছেড়েছেন খুব বেশি দিন হয়নি। তবে কীভাবে তিনি
এই মরণনেশার হাত থেকে বের হয়ে এসেছিলেন সে সম্পর্কে অনেকেই জানতেন না।
অবশেষে সেই রহস্য এবার জানার সুযোগ পেলেন সবাই। জানা গেছে, অ্যালেন কার- এর
‘দ্য ইজি ওয়ে টু স্টপ স্মোকিং’ বই পড়ে মাত্র ৭ দিনেই ধূমপানের আসক্তি থেকে
নিজেকে মুক্ত করেছিলেন হৃত্বিক। আর এবারে বইটি তিনি বিলি করছেন কাছের
মানুষদের কাছে।২০১০ সালে প্রকাশিত ‘দ্য ইজি ওয়ে টু স্টপ স্মোকিং’ বইটির প্রচারণায় অংশ
নিয়েছিলেন অ্যান্থনি হপকিন্স, অ্যাস্টন কুচারের মতো হলিউডি তারকারা। বইটি
বাজারে আসার সঙ্গে সঙ্গেই নিজের জন্য সেটির অর্ডার দিয়েছিলেন হৃত্বিক। সময়
বের করে ১ দিনেই পুরো বইটি তিনি পড়ে ফেলেছিলেন। এর ৭ দিনের মাথায় ধূমপায়ী
থেকে অধূমপায়ীর খাতায় নাম লেখাতে পেরেছিলেন ৩৭ বছর বয়সী এই অভিনেতা।
সম্প্রতি
৪০ কপি ‘দ্য ইজি ওয়ে টু কুইট স্মোকিং’ বই কিনেছেন হৃত্বিক। আর সেগুলো তিনি
বিলি করছেন পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং কাছের মানুষদের কাছে।
ইতোমধ্যেই সঞ্জয় দত্ত এবং ববি দেওলকে বইটি পৌঁছে দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন