শনিবার, ১০ ডিসেম্বর, ২০১১

করে ফেলুন আপনার facebook timeline- এক অদ্ভুত ফিচার

সম্প্রতি facebook বের করেছে সম্পূর্ণ নতুন ফিচার "facebook timeline"। আপনার facebook প্রোফাইলকে সম্পূর্ণ নতুন এক রূপ দিবে এই টাইমলাইন ।facebook নতুন এই টাইমলাইনকে মাত্রা দিয়েছে আপনার জীবনের গল্প বলার সাথে। আপনার প্রোফাইল এখন এমনভাবে দেখা যাবে যেন মনে হবে গল্পের বইয়ের মত করে প্রতিটা পৃষ্ঠা সাজানো।জুকারবার্গ জানান, টাইমলাইনের এই ব্যাপারটি এক পেইজে আপনার সাম্প্রতিক কর্মকান্ড থেকে শুরু করে সুদূর অতীত পর্যন্ত তথ্য দেবে। সাম্প্রতিক কাজগুলো বিস্তারিত হিসেবে থাকবে এবং যত পিছনের সময়ে যাওয়া হবে তথ্যের বিবরন তত কমতে থাকবে, সেক্ষেত্রে মূল কি-ওয়ার্ড গুলো এবং সারাংশ হিসেবে উপস্থাপন করা হবে। আর পেইজের শুরুতেই বড় একটি ছবি থাকবে এপাশ ওপাশ জুড়ে যা আপনার প্রোফাইল ভিজিটরকে এক নজরেই বলে দেবে আপনি কে এবং কেমন!

নতুন এই ফিচারটি আপাতত শুধু ডেভেলপারদের জন্য মুক্ত, যারা ফেসবুক এ অ্যাপ্লিকেশান ডেভেলপ করেন তারা হয়ত ইতিমধ্যে এই নতুন প্রোফাইল পেয়ে গেছেন।কিন্তু যারা অ্যাপ্লিকেশান ডেভেলপ করেন না অথবা কিভাবে করে জানেন না তারা কি এই নতুন প্রোফাইল একটিভেট করতে পারবেন না? তারা কেন এই অসাধারন একটি ফিচার থেকে বঞ্ছিত হবেন?খুব সহজেই নিচের ধাপগুলো অনুসরণ করেন একটিভেট করে ফেলুন আপনার ফেসবুক টাইমলাইন।

ধাপ ১ঃ ১টি অ্যাপ্লিকেশান তৈরি করুন সহজে এই লিঙ্কে গিয়ে http://developers.facebook.com/ এবং "Build apps on facebook" বাটনে ক্লিক করুন।













ধাপ ১।১ঃনতুন পেজের উপরে "apps" বাটনে ক্লিক করুন


ধাপ ২ঃ নতুন পেজের উপরের ডানে "create new app" বাটনে ক্লিক করুন।


ধাপ ৩ঃনতুন বক্সের ২টি ঘর পুরন করে টিক বক্সে টিক দিয়ে "continue" করুন।


ধাপ ৪ঃ নতুন পেজের শুধুমাত্র নিচের "save changes" বাটনে ক্লিক করুন।


ধাপ ৫ঃসেভ হবার পরে বাম পাশের "open graph" বাটনে ক্লিক করুন।


ধাপ ৬ঃনতুন পেজের খালি বক্স ২টি পুরন করে "get started"বাটনে ক্লিক করে বের হয়ে পুনরায় আপনার facebook account এ প্রবেশ করে প্রোফাইল এ যান।

ব্যাস হয়ে গেল আপনার ফেসবুক টাইমলাইন। আপনি এখন নিজের ইচ্ছামত সাজিয়ে নিন আপনার গল্প।এই নতুন ফিচার আপনার ভাল লাগবে তার ১০০% নিশ্চয়তা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন