বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

হায়ার (Haier) মডেলঃ টি৬ (T6)



কনফিগারেশনঃ
প্রসেসরঃ ইন্টেল কোর আই থ্রি ৩৭০এম (২.৪ গিগা হার্টজ, ৩মেগা লেভেল থ্রি ক্যাশ মেমরি)
ইন্টেল চিপসেটঃ মোবাইল ইন্টেল এইচ এম৫৫ এক্সপ্রেস চিপসেট
র‍্যামঃ ২ গিবা. ডিডিআর৩
হার্ডডিস্ক ড্রাইভঃ ৩২০ গিবা.
স্ক্রীণ সাইজঃ ১৪ ইঞ্চি
রেজুলেশান পিক্সেলস্‌ঃ ১৩৬৬x৭৬৮ (এল ই ডি ব্যাকলিট)
ওয়েব ক্যামেরাঃ ১.৩ মেগা পিক্সেল
অপটিক্যাল ড্রাইভঃ ডিভিডি রাইটার
ব্লুটুথঃ আছে
ল্যানঃ RJ45 জ্যাক, ওয়াইফাই
ব্যাটারীঃ ৬সেল, ৪৪০০ mAh (২.৩০ ঘন্টা)
ওয়ারেন্টিঃ ১ বৎসর

মুল্যঃ ৩৬,৫০০/-


বাজারে এই মুহুর্তে এই মডেল গুলোর চেয়ে কম দামে কোর আই থ্রি সিরিজের আর কোন মডেল খুজে পাইনি। এগুলোর মধ্যে আসুসেরটা ভাল বলে বিক্রেতারা মন্তব্য করেছেন। এছাড়া ৩৮,০০০-৪০,০০০/- টাকার মধ্যে প্রায় সকল ব্র্যান্ডের কোর আই থ্রি প্রসেসর যক্ত ল্যাপটপ পাবেন। ৪২০০০/- এ পাবে ২য় প্রজন্মের কোর আই থ্রি। কোর আই ফাইভ পাবেন সর্ব নিম্ন ৪২০০০/- টাকায় আর ২য় প্রজন্মের প্রসেসর যুক্ত কোর আই ফাইভ ল্যাপটপের দাম শুরু হয়েছে ৪৩,৫০০/- থেকে। দোকান ভেদে ২০০-৫০০ টাকা পর্যন্ত কম পাবেন বলে আশা করি। আপনাদের কারও কাজে লাগলে আনন্দিত বোধ করব। আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়, আল্লাহ হাফেজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন