বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১

আপনার কম্পিউটারে সরাসরি Youtube এর ভিডিও দেখুন মাত্র ২০-২৫ কেবি স্পীডে কোন সমস্যা ছারাই।

আসুন দেখে নেই কিভাবে ইউটিউব থেকে ২০-২৫ কেবি স্পীডে কোন সমস্যা ছারাই সরাসরি ভিডিও দেখা যায় দেখে নেই। নিচে আপনাদের সুবিধার জন্য পুরো বিষয়টি চিত্রসহ তুলে ধরা হল।

প্রথমে আপনার যা দরকার হবেঃ

Net Connection ( Speed 15-25 এর মধ্যে হলেই চলবে )
Vlc Media Player অথবা Real Player
***নিচে Vlc Player দিয়ে প্রক্রিয়াটি দেখানো হলঃ

আসুন প্রক্রিয়াটি বিস্তারিত দেখে নেইঃ

১. প্রথমে এইখান থেকে Vlc Media player ডাউনলোড করে নিন, অথবা ডাউনলোড করুন

Real Player Superpass Fully Pre-Activated

http://www.mediafire.com/?lw5nq2mfu2o ( যাদের নেই শুধু তাদের জন্য ) ।

২. এখন আপনার ব্রাউজার দিয়ে m.youtube.com এই ঠিকানায় প্রবেশ করুন।

৩. এখন আপনার পছন্দ অনুযায়ি যেকোনো ভিডিও Search দিন ( নিচের চিত্রের মত )।

৪. এখন আপনি যেই ভিডিওটা Play করতে চান তার উপর মাউসের Cursor রাখুন ( নিচের চিত্রের মত )।

৫. এখন উপরের চিত্রের মার্ক করা যায়গায় মাউস এর রাইট বাটন ক্লিক করে Copy Link Location এ ক্লিক করুন ( নিচের চিত্রের মত )।

৬. এখন আপনার Vlc Media Player ওপেন করুন ।

৭. এখন আপনার Vlc Media Player এর উপর মাউস এর কার্সর রেখে Keyboard থেকে Ctrl+V চাপুন। তাহলে নিচের চিত্রের মত একটি Dialog Box আসবে ।

৮. এখন Dialog Box এ Enter URL here.... এইখানে মাউসের কার্সর রেখে আবার Ctrl+V চেপে Play বাটনে ক্লিক করুন । তাহলে দেখবেন নিচের চিত্রের মত ভিডিও চলতেছে কোন সমস্যা ছারাই।

**** উপরের ৭ এবং ৮ নম্বর কাজটি আপনি Manually ও করতে পারেন। এজন্য Vlc player open করে প্লেয়ার এর মেনুবার থেকে প্রথমে Media তারপর Advance Open File তারপর Network এ ক্লিক করে আপনার কপি করা ইউটিউব এর ভিডিও Url টি Past করে Play বাটনে ক্লিক করুন।

Real Player দিয়ে করার নিয়মঃ

যারা Vlc দিয়ে পারছেন না তারা , একটা কাজ করেন

প্রথমে m.youtube.com থেকে Video link টি কপি করে Real Player Open করে প্রথমে Ctrl+ O চাপুন এবং একটি Dialog Box আসলে সেখানে Ctrl+V চেপে Link টি Past করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন