বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

আইফোন আনলক করে ব্যবহার করা (জেলব্রেকিং) বৈধ হিসেবে রায় দিয়ে নতুন আইন করা হয়েছে।


আইফোন আনলক করে ব্যবহার করা (জেলব্রেকিং) বৈধ হিসেবে রায় দিয়ে নতুন আইন করা হয়েছে। নতুন এই আইনে ব্যবহারকারী এক্সেস কন্ট্রোল ভেঙে অন্য নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন, টেকনিক্যাল প্রোটেকশন ভেঙে গেম বা অন্যকিছুর ত্রটি ঠিক করতে পারবেন, শিক্ষক-ছাত্র-ডকুমেন্টারী নির্মাতা প্রোটেকটেড ভিডিও শিক্ষামুলক কাজে ব্যবহার করতে পারবেন, কম্পিউটার ব্যবহারকারী ডংগল এর মত এক্সটারনাল সিকিউরিটি বাদ দিতে পারবেন, রিড-এলাউড এর মত সফটঅয়্যারে ব্যবহারের জন্য ই-বুকের প্রোটেকশন ভাঙতে পারবেন।
১৯৯৮ সালের আইনে এধরনের কাজে যে বিধিনিশেধ ছিল সেগুলি বাতিল করা হয়েছে এই নতুন আইনে। আইফোনের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপুর্ন কারন বর্তমানে জেলব্রেক না করা পর্যন্ত শুধুমাত্র এপলের অনুমোদিত সফটঅয়্যার ব্যবহার করা যায়।
এখন পর্যন্ত জেলব্রেকের কারনে এপল কাউকে অভিযুক্ত করেনি তবে সফটঅয়্যার আপডেটের মাধ্যমে সেটা বন্ধ করার চেষ্টা করেছে। এছাড়া আনলক করা সেটের ওয়ারেন্টি তারা দেয় না।
অনেকের মতে নতুন এই ব্যবস্থায় এপল সফটঅয়্যারের ক্ষেত্রে যে বাধা তৈরী করে রেখেছিল নতুন আইন তা থেকে মুক্ত করে সফটঅয়্যারের আরো প্রসার ঘটাবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন