শনিবার, ১৪ এপ্রিল, ২০১২

Nero Burning ROM 10.6.3.100 পোর্টাবল + সিরিয়াল কী

Nero! বর্তমানে সিডি/ডিভিডি রাইট করার একটি চরম সফটওয়্যার। এটি দিয়ে খুব সহজে যে কোন ফরম্যাটে সিডি/ডিভিডি রাইট করা যায়। যা একজন সাধারণ ব্যবহারকারী থেকে উচ্চমানের ব্যবহারকারীর ব্যবহার করতে কোন সমস্যা হয় না। Nero প্রতিনিয়ত তাদের সফটওয়্যারটির আপডেট ভার্সন বাজারে ছাড়ছে। নতুন ভার্সনগুলোতে থাকে আগের ভার্সনগুলো থেকে নতুন ও আকর্ষণীয় থিম, ফাংশনসহ আরও অনেক কিছু। এরই ধারাবাহিকতায় নেরো ছেড়েছে তাদের নতুন ভার্সন Nero Burning ROM 10.6.3.100 । আজ আমি আপনারদের শেয়ার করব Nero Burning ROM 10.6.3.100  ভার্সন এর পোর্টেবল ভার্সন।
 Nero Burning ROM 10.6.3.100 পোর্টাবল + সিরিয়াল কী || Bangla technology, tutorial, tips and tricks web siteপোর্টেবল ভার্সন কি তা তো বলতে হবে না, আশা করি। বর্তমান সময়ে আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে পোর্টেবল সফটওয়্যার। পোর্টবল সফটওয়্যার থাকলে যেকোন সময় যেকোন পিসিতে বসেই বিনা সেটআপে সফটওয়্যারে কাজ করা যায়।
 Nero Burning ROM 10.6.3.100 পোর্টাবল + সিরিয়াল কী || Bangla technology, tutorial, tips and tricks web siteNero Burning ROM 10.6.3.100 এর পোর্টেবল সফটওয়্যারটি মাত্র ২১ মেগাবাইটের। নিচে ডাউনলোড লিংক দেয়া হল ডাউনলোড করে সফটওয়্যারটির মজা নেন।

ডাউনলোড লিংক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন