শনিবার, ১৪ এপ্রিল, ২০১২

কম্পিউটার বন্ধ করুন Timer CLOCK এর সাহায্যে

আপনাদের মাঝে এলাম ছোট্ট ও দরকারি জিনিস নিয়ে আমরা অনেক সময় আমরা কম্পিউটার এ বিভিন্ন কাজ করতে দিয়ে অন্যথা চলে যাই কিন্তু দেখা যায় কাজ শেষ হওয়ার পরেও কম্পিউটার চলতে থাকে। কিন্তু আপনি ইচ্ছে করলে কম্পিউটারকে টাইমারের সাহায্যে নির্দিষ্ট সময়ে বন্ধ করতে পারবেন। আজ আমি সেই ধরনের একটি সফটওয়্যার আপনাদের মাঝে উপহার দেব সফটওয়্যার টি মূলত একটি ডেক্সটপ ক্লক । আর সফটওয়্যার টি মাত্র ৬০০ KB  এবং registration কী generator সহ দেয়া আছে । প্রথমে নিচের লিঙ্ক থেকে Download করে নিয়ে install দিন।
DOWNLOAD
ওপেন করলে নিচের মত দেখাবে।
dc11 আপনার কম্পিউটার টি বন্ধ করুন Timer CLOCK এর সাহায্যে   || Bangla technology, tutorial, tips and tricks web site
সেখান থেকে সেটিং এ জাবার জন্য লাল তীর চিহ্নিত স্থানে ক্লিক করুন । নতুন একটি window ওপেন হবে নিচের মত
dc2 আপনার কম্পিউটার টি বন্ধ করুন Timer CLOCK এর সাহায্যে   || Bangla technology, tutorial, tips and tricks web site
সেখান থেকে Timer এ ক্লিক করুন উপরে
dc3 আপনার কম্পিউটার টি বন্ধ করুন Timer CLOCK এর সাহায্যে   || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার এ রকম আসবে
dc3 আপনার কম্পিউটার টি বন্ধ করুন Timer CLOCK এর সাহায্যে   || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার টাইম সেট করার জন্য Select Time এ ক্লিক করে সময় ঠিক করুন
dc41 আপনার কম্পিউটার টি বন্ধ করুন Timer CLOCK এর সাহায্যে   || Bangla technology, tutorial, tips and tricks web site
এবং সবশেষে Ok আবার Ok করে বেরিয়ে আসুন । ডেক্সটপ এ লক্ষ করে দেখবেন আপনার দেয়া সময় আস্তে আস্তে কমে যাচ্ছে এবং সঠিক সময়ে কম্পিউটার টা বন্ধ হয়ে যাবে । তাছাড়া সফটওয়্যার টি তে আরও অনেক অপশন  রয়েছে আপনারা চালো করলে দেখতে পারবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন