শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১২

স্যামসাং গ্যালাক্সি ট্যাবের জন্য কিছু এপস


ভাল ড্রয়িং করতে এই এপসটি অনেক কাজে লাগবে। বন্ধুর হাতে আঁকা পেইন্টিং থেকে আপনারটি ভাল হবে এমন কথাই বলেছে প্রস্তুকারক।


আপনি যদি আর্টওয়ার্ক বা ফটো এডিটিং করতে চান তাহলে এই এপস আপনার জন্যই। ৩০ রকমের ব্রাশ এবং ১৫টি ডিফারেন্ট আর্ট টুল, সাপোর্ট লেয়ার, ক্যামেরা থেকে ফটো ইম্পোর্ট এছাড়া সবার সাথে শেয়ার করার অপশনতো থাকছেই।


ওয়াই-ফাই অথবা 4G থাকলে আপনি আপনার প্রিয় টিভি শো এবং মুভি দেখতে পারবেন যে কোন জায়গায়, সব কিছুই পাবেন বিস্তারিত।


ই-রিডার এপস এটা। রাতে পড়ার জন্য, বা অটো এডজাস্ট ব্রাইটনেস, অথবা সূর্যের আলো থাকা অবস্থায়ও পড়তে পারবেন এটা দিয়ে। 4G কানেকশন থাকলে যে কোন সময় বইও কিনতে পারবেন।


সুপার হিরোদের কমিক্স পড়তে পারবেন সবার আগে তবে 4G থাকা লাগবে। এটা অটো জুম হয়।


আপনার কাজ শেষ করার জন্য অফিসে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। এটা খুব সহজেই নোট এড করা, অফিস ডকুমেন্ট হাইলাইট করা, ফটো এবং পিডিফ ফাইল এডিট করা তারপর ফাইল ক্লাউডে রাখা সব কিছুই পারবেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন