শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

সায়ানোজেন মড কি?

সায়ানোজেন মড কি?

সায়ানোজেন মড হচ্ছে এন্ড্রয়েডের সবচেয়ে বেশি ইন্সটলকৃত এবং সবচেয়ে জনপ্রিয় কাস্টমাইজড রম। এটি একটি ওপেন সোর্স ফার্মওয়্যার। এটি তৈরি করা হয়েছে সাপোর্টেড ফোনগুলোতে খুবই অল্প রিসোর্স ব্যবহার করে বেস্ট এক্সপেরিয়েন্স পাবার জন্য। যেখানে স্টক এন্ড্রয়েড রমগুলো অপ্রয়োজনীয় সফটওয়্যার দিয়ে ভর্তি করে রাখা হয় সেখানে সায়ানোজেন মড যেমন অসাধারন পারফরম্যান্স দেয় তেমনি এর সাইজ হয় স্টক রমের অর্ধেক! সায়ানোজেন মড আপনার মোবাইলে মাত্র ১০০ মেগাবাইটের মত স্পেস ব্যবহার করে যেখানে স্টক রমগুলো প্রায় ২০০-২৫০মেগাবাইট ব্যবহার করে। সায়ানজেন মড আপনাকে দেবে ওভারক্লকিং করে মোবাইলের প্রসেসর ও র‍্যামের স্পিড বাড়িয়ে দেবার ক্ষমতা। ১গিগাহার্টজ প্রসেসরের মোবাইলে ১.৬গিগাহার্টজ পর্যন্ত ওভারক্লকিং করা যায়। সাথে আছে নটিফিকেশন উইজেট, অসাধারন সাউন্ড ইফেক্ট ম্যানেজার DSP, ডেভেলপার টুলস এমনকি লিনাক্স টার্মিনাল! অসাধারন গ্রাফিক্স আর মন মাতানো ফিচারে সায়ানোজেন হয়ে উঠবে আপনার পছন্দের রম।
সায়ানোজেন মড তিন ধরনের ভার্সনে পাওয়া যায়। তার মধ্যে আছে রিলিজ ক্যান্ডিডেট(আর.সি), নাইটলি এবং স্ট্যাবল। স্ট্যাবল রমগুলোই ইন্সটল করব আমরা কারন আর.সি এবং নাইটলি বিল্ডগুলো আলফা বা বেটা ভার্সন অর্থাৎ এক্সপেরিমেন্টাল।
  1.  সায়ানোজেন মড ইন্সটল করতে হলে আপনার থাকতে হবে একটি ভাল ইন্টারনেট কানেকশন যাতে করে আপনি সায়ানোজেন মডের  প্রয়োজনীয় ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন। একবার ১০০-১৩০মেগাবাইটের সায়ানোজেন মডের জিপ ফাইলটি ডাউনলোড করে ফেললে আর ইন্টারনেট কানেকশনের দরকার হবে না।
  2. সায়ানোজেন মডে বিল্ট ইন গুগল অ্যাপ্লিকেশনগুলো(যেমন: প্লে স্টোর, ম্যাপস, জিমেইল থাকেনা) তাই এগুলো আলাদা ইন্সটল করতে প্রায় ৫০মেগাবাইট ডাউনলোড করতে হবে
  3. সবকিছু ডাউনলোড করা যাবে ROM MANAGER নামের অসাধারন অ্যাপ থেকে।
  4. ডিভাইসটি রুট করা থাকতে হবে।

সব কিছু শুরু করার আগে টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিন:

  1. আপনার মোবাইল ক্ষতিগ্রস্থ হলে আমি দায়ী থাকব না।
  2. লেখার পরে সাপোর্ট দেয়ার চেষ্টা থাকবে, যদি সময়ের অভাবে না দিতে পারি নিজ দায়িত্বে মোবাইলের রম ম্যানেজম্যান্ট করবেন।
  3. বুটলোডার আনলক/রুট করা নিয়ে প্রশ্ন করবেন না। বরং xda-developers ফোরামে বা গুগলে সার্চ দেবেন। রেজাল্ট পেয়ে যাবেন।
  4. আপনার মোবাইলের ওয়ারেন্টি চলে যাবে। তবে যদি আবার স্টক রম ইন্সটল করেন তাহলে ওয়ারেন্টি বলবৎ থাকবে। তবে সেটা কাস্টমার কেয়ারকে বলবেন না যেন!

ইন্সটলেশন পদ্ধতি:

  • গুগল প্লে থেকে ROM Manager অ্যাপটি ডাউনলোড করে নিন।


  • ROM Manager ওপেন করুন

  • সতর্কতা বার্তা দেখাবে। ইগনোর করুন

  • একদম প্রথমে ফ্লাস ক্লকওয়ার্ক মড রিকভারিতে ক্লিক করুন। এ সময় নেটে কানেক্টেড থাকুন। আপনার মোবাইল অনুযায়ী অ্যাপটি ক্লকওয়ার্ক মড রিকভারি ইন্সটল করে দেবে। কিছু কিছু মোবাইলে এভাবে অটো-ক্লকওয়ার্কমড ইন্সটল করা যায় না। সেক্ষেত্রে ম্যানুয়ালি আগে করে নেয়া লাগে। দেখুন আমার মোবাইল অটো ইন্সটল সাপোর্ট করেনা বলে আমি ম্যানুয়ালি ইন্সটল করেছি। তাই দেখিয়ে দিলাম আমি আগেই ক্লকওয়ার্ক মড রিকভারি ৩+ ইন্সটল করেছি। প্রকৃতপক্ষে আমার ক্লকওয়ার্ক মড হচ্ছে ভার্সন ৬

  • সেটাপ শেষ। এখন আপনার মোবাইলে চলবে এমন রম গুলোই ROM Manager দেখাবে।

  • Download ROM এ ক্লিক করুন

  • স্ক্রল করে সায়ানজেন মড এ ক্লিক করুন
  • জিঞ্জারব্রেড বেইসড রমের জন্য সায়ানজেন মড 7 স্ট্যাবল এবং আইসক্রিম স্যান্ডউইচ বেইসড রমের জন্য  সায়ানজেন মড 9 স্ট্যাবল এ ক্লিক করুন। যাদের মোবাইলে জেলি বিন সাপোর্ট করে তারা সায়ানজেন মড ১০ ও দেখতে পারেন। তবে আর.সি/নাইটলি ভার্সন ইন্সটল করবেন না। শুধুমাত্র স্টেবল ভার্সন ইন্সটল করবেন।
  • কেউ আগে কমেন্ট করে থাকলে কমেন্ট দেখতে পাবেন। শুধুমাত্র প্রিমিয়াম ভার্সনে কমেন্ট করা যায়। কি দরকার বলুন?
  • ডাউনলোড বাটনে ক্লিক করুন
  • পরের পৃষ্ঠায় খেয়াল রাখবেন গুগল অ্যাপস যেন সিলেক্ট করা থাকে নইলে প্রথম প্রথম সায়ানোজেন ইন্সটল করে দেখবেন প্লে স্টোর নেই। ঝামেলায় পড়তে হবে।
  • ডাউনলোড হতে থাকবে।
  • ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন। রম ম্যানেজার এম্নিতেই অটো ইন্সটল করে দেবে।
  • প্রথমবার বুট হতে সময় লাগতে পারে।
                                                       সায়ানোজেন মডের বুট স্ক্রিন
  • বুটের পর সেটাপ করে নিন ল্যাঙ্গুয়েজ এবং গুগল একাউন্ট।
  • বুট হয়ে গেলে উপভোগ করুন সায়ানোজেন মডের অসাধারন গতিময় ইন্টারফেস!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন