শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

কিভাবে আপনার iphone 4 ও 3gs কে ios 5.0.1 ও ios 5.1.1 এ untethered jailbreak করবেন

এই untethered iOS 5.0.1 এবং iOS 5.1.1 jailbreak এর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিশ্চিত করতে হবে, সেগুলো হলো
১. আপনার কম্পিউটারে internet connection থাকা প্রয়োজন।
২. আপনার কিছুক্ষনের জন্য WiFi connection থাকা প্রয়োজন।
৩. আপনার কম্পিউটারে New version এর iTunes Download করতে হবে, এই লিংক থেকে।
৪.  নিচের টেবিলটি খেয়াল করে দেখুন আপনার Baseband অথবা Modem Firmware  টি আছে কিনা
" Modem Firmware মিল না থাকলে এই System অবলম্বন করা যাবে না "
Modem Firmware চেক করতে আপনার iPhone এর Settings - এ গিয়ে General এ ক্লিক করুন, এরপর About এ ক্লিক করুন এখানে উল্লেখ করা রয়েছে আপনার Modem Firmware কি?
নং
Software এর ধরণ
ডিভাইস মডেল
সামঞ্জস্য পূর্ণ Firmware
০১
Modem Firmware
iPhone 4
01.59.00
০২
Modem Firmware
iPhone 3GS
০5.11.07
05.12.01
 05.13.04
 06.15.00
 
খুবই প্রয়োজনীয় :- আপনার খেয়াল রাখতে হবে যেন আপনার মডেম ফার্মওয়ার টি যেন iOS আপডেট করার সময় আপডেট না হয়ে যায়।
আমার পূর্বেরএই পোষ্টে  থেকে জানতে পারবেন -
 
ধাপ পর ধাপ কিভাবে আপনি iPhone কে Untethered iOS 5.0.1  এ Jailbreak করবে তা নিচে বলা হল -
-
১. প্রথমে আপনি iOS 5.0.1 বা  5.1.1 কে Download করুন যা .ipsw ফাইল নামে সূচিত, নিচে প্রদান করা হলো
-
iOS 5.0.1
লিংক
iOS 5.1.1
লিংক
iPhone 4 এর জন্য
iPhone 4 এর জন্য
iPhone 3gs  এর জন্য
iPhone 3gs  এর জন্য
-
২. এবার Redsn0w_win_0.9.14b2.zip কে ডাউনলোড করুন এখান (windows) এবং এখান (Mac OS X) থেকে অথবা Redsn0w এর নিজস্ব Address থেকে 
৩. এখন Redsn0w_win_0.9.14b2 কে extract করুন এবং redsn0w.exe ফাইল কে open করুন, নিচের ছবির মতো আসবে

৪. এবার Extras এ কিল্ক করুন 

৫. এখন Custom IPSW এ কিল্ক করুন

 ৬. এবার Select করুন iOS 5.0.1.ipsw বা iOS 5.0.1.ipsw যেটা আপনি পূর্বে Download করেছিলেন, 
 ৭. দেখুন Redsn0w একটি Non base band (NO_BB_iPhone3_1...) নামে একটি ফাইল আপনার iPhone এর  জন্য তৈরী করেছে ঐ একই folder এ.
৮. এরপর Redsnow এর pwned DFU মুড এ কিল্ক করুন  
৯. নিচের ছবির মতো next এ কিল্ক করুন এবং instruction অনুযায়ী DFU mode (Black Screen) এ যান, এছাড়া আপনি এই লিংক থেকে দেখে শিখুন
১০. এবার Dfu Mode এ যাবার পর আপনার কম্পিউটার Download করা iTunes কে Open করুন, দেখবেন নিচের ছবির মতো আসবে  এরপর ok তে  ক্লিক করুন।
-
-
১১. এখন keyboard এর Shift বাটনে চাপ দিয়ে Restore এ কিল্ক করুন।
-
-
১২. নিচের ছবির মতো আসবে, এরপর আপনার যেখানে NO_BB_iPhone.ipsw এই file টি Save হয়েছিল সেই ফাইলটি বের করে Select করুনএবং open বাটনে চাপ দিন।
-
-
১৩. এবার দেখবেন আপনার iPhone টি restore হচ্ছে, Complete হলে আপনার iPhone টি Automatic restart করবে।
-
১৪. যদি কোন Restore এর সময় কোন Error দেখায় তখন নিচের মতো করতে হবে,
  • আপনার কম্পিউটারের NOTE Pad টি right কিল্ক করে Run as administration এ কিল্ক করে Open করুন
  • এরপর Note pad এর File এ ক্লিক করে open এ ক্লিক করুন
  1. এবার ছবির point-1 অনুযায়ী ক্লিক করে লিখুন C:\Windows\System32\drivers\etc
  2. এরপর ছবির point-২ অনুযায়ী ক্লিক করে Select করুন Allfiles
  3. ছবির point-4 অনুযায়ী খেয়াল করেন যেন এই চারটি File এর বেশী যেন File না থাকে, থাকলে cut করে অন্য কোন Folder এ copy করে রাখুন
  4. ছবির point-3 অনুযায়ী hosts ফাইলটি ক্লিক করে নিচের মতো লিখুন
-
এবার Save করুন এরপর আবার পূর্বের ন্যায় (১১ নং ধারা) iTunes open করে আবার restore করুন
Complete হলেই শেষ হয়ে গেল Restore করা।
-
এবার Jailbreak করা বাকি নিচে বিস্তারিত লিখলাম-
  1. redsnow.exe কে আবার right ক্লিক করে run as administration- এ on করুন
  2. এরপর Jailbreak এ ক্লিক করুন
-
৩. এবার আপনাকে আবার DFU Mode এ যেতে হবে তাই Ready থাকুন
৪. এবার Next এ ক্লিক করুন এবং DFU Mode এ যান
-
-
৫. এবার কিছুক্ষন কাজ করবে আপনার কম্পিউটার এবং redsnow টি Cydia install এই Option এ Select করে Next এ ক্লিক করুন
6. এবার redsnow কাজ শেষ করলে আপনার iphone টি restart করবে, এবার new Setup করুন আপনার iPhone এ option গুলো দেখে দেখে।
৭. শেষ হলো আপনার iphone এর jailbreak করা শেষ।
৮. এবার আপনার iphone এ দেখুন Cydia এই File টি install করা আছে।
-
৯. Cydia কে open করুন এবং
-
-
১১. এরপর changes এ ক্লিক করুন এবং refresh এ ক্লিক করুন,
-
-
১২. শেষ হলে Search এ কিল্ক করে উপরের Search option লিখুন Ultrasn0w
-
-
১৩. Ultrasnow কে open করে Install করুন, restart চাইবে এবং করুন
১৪.  restart হবার পর আবার Cydia কে open করুন
-
- এবার যদি আপনি iOS 5.1.1 কে install করে থাকুন তবে
১৫. Search এ কিল্ক করে উপরের Search option লিখুন Rocky Racoon 5.1.1 untether
১৬. install করুন ব্যাস হয়ে গেল Complete  আপনার iPhone এর untethered jailbreak
-
- অথবা যদি আপনি iOS 5.0.1 কে install করে থাকুন তবে
১৫. Search এ কিল্ক করে উপরের Search option লিখুন Corona 5.0.1 untether
১৬. install করুন ব্যাস হয়ে গেল Complete  আপনার iPhone এর untethered jailbreak
ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন