শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১২

মোবাইল দিয়েই তৈরী করুন সিকিউরিটি ক্যামেরা!!

Screencam এই সফটের মাধ্যমে আপনারা সিমবিয়ান s60v3 ফরমেটের দুটি মোবাইল থেকে যেকোন একটি কে মনিটর ও অপরটিকে কেমেরা বানাতে পারবেন। এবং গোরুত্বপূর্ণ দৃশ্য দেখামাত্র স্নেপ দিয়ে সেভ করে রাখতে পারবেন।
  • ১| এখান থেকে প্রথমে সফ্টওয়ারটা নামিয়ে উভয় সেটে ইনস্টল করুন। এবং উভয় সেটের ব্লোটুত ওপেন করুন।
  • ২| *দুটি মোবাইলের scrncams60অপেন করুন।
  • ৩| এবার যে সেটকে কেমেরা বানাতে চান তাতে নিচের মত স্টার করুন। এবং অপর সেটে কানেক্ট সিলেক্ট করে ব্লোটুতের মাধ্যমে কানেক্ট করুন। নিচে কিছু স্ক্রিনসট দিলাম।


  • ৪| এবার অপরটিতে নিচের মত কানেক্ট করুন


  • ৫| এবার উপভোগ করুন;

আশাকরি সফল হয়েছেন। এবার ইচ্ছা করলে গোরুত্বপূর্ণ দৃশ্য দেখামাত্র স্নেপ দিয়ে সেভ করে রাখতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন