কেউ ভালবাসবে কেউ বাসবেনা, কেউ স্নেহ করে কাছে টেনে নিবে কেউ ধাক্কা
দিয়ে দূরে ফেলে দিবে, কেউ কারো উপস্তিতিতে আনন্দে উদ্ভাসিত হবে কেউবা পেছনে
লেগে থাকবে কি করে পথের কাঁটা সরানো যায়।
সবকিছুই জগতের নিয়ম, আলো অন্ধকার , রাত দিন , সুখ দুঃখ , ভালো মন্দ , জীবন মৃত্যু এই সব নিয়েই পৃথিবী।
যুগে যুগে মানুষ ও প্রকৃতির স্বভাব এভাবেই চলে আসছে, চলে আসবে ,মানুষ এই নিয়মের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে, এই সীমাবদ্ধতা যেন অপরিবর্তনীয়।
সবকিছুই জগতের নিয়ম, আলো অন্ধকার , রাত দিন , সুখ দুঃখ , ভালো মন্দ , জীবন মৃত্যু এই সব নিয়েই পৃথিবী।
যুগে যুগে মানুষ ও প্রকৃতির স্বভাব এভাবেই চলে আসছে, চলে আসবে ,মানুষ এই নিয়মের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে, এই সীমাবদ্ধতা যেন অপরিবর্তনীয়।
এটা যে যত সহজ ভাবে গ্রহন করতে পারে তার জন্য বাস্তবতার এই তীব্র জ্বালা যন্ত্রনা সহ্য করা ততই সহজ হয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন