অনেক দিন আগের কথা। তখন পড়ি ক্লাস সিক্সে। বাপের কোলের উপর বইসা BTV তে মাদার তেরেসার শেষকৃত্ত দেখতেছিলাম।
মাথায় হটাত প্রশ্ন আইলো, "আব্বা আব্বা মাদার তেরেসা কি জান্নাতে যাইবো না" ?
আব্বার সাফ জবাব, মুসলমান না হইলে জান্নাত পায়ন যায় না।
মাথায় হটাত প্রশ্ন আইলো, "আব্বা আব্বা মাদার তেরেসা কি জান্নাতে যাইবো না" ?
আব্বার সাফ জবাব, মুসলমান না হইলে জান্নাত পায়ন যায় না।
আমিও কইলাম এইডা ক্যামন কথা কইলা ? এতো এতো ভালো কাম কইরাও যদি জান্নাতে না যাইতে পারে...... তাইলে ক্যামনে কি?
আব্বা কইল ক্যা তুই কাইল হুনস নাই জুম্মায় হুজুরে কি কইছে ?
কইছে যে মুসলমান হইলে যত বড়ই পাপিস্ট হোক না কেন, এক দিন না এক দিন ঠিকই জান্নাতে যাইব।
শুইনা আমি কইলাম তোমার হুজুরের গুষ্টিডারে কিলাই ?
জীবনের প্রথম সেদিন বাপের কাছে শুনলাম, আমি নাকি নাস্তিক !!!
আব্বা কইল ক্যা তুই কাইল হুনস নাই জুম্মায় হুজুরে কি কইছে ?
কইছে যে মুসলমান হইলে যত বড়ই পাপিস্ট হোক না কেন, এক দিন না এক দিন ঠিকই জান্নাতে যাইব।
শুইনা আমি কইলাম তোমার হুজুরের গুষ্টিডারে কিলাই ?
জীবনের প্রথম সেদিন বাপের কাছে শুনলাম, আমি নাকি নাস্তিক !!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন