শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

Junooniyat 2016 বছরের শ্রেষ্ঠ রোমান্টিক মুভি

Junooniyat 2016


বছরের শ্রেষ্ঠ রোমান্টিক মুভি সানাম রে দেখার পর অস্কার ডিজার্ভ করার মতো দুই অভিনেতা অভিনেত্রীর আরেকটা মাস্টারপিস দেখলাম জুনুনিয়াত।না দেখলে অনেক কিছুই মিস করে ফেলতাম।কি মিস করতাম সেগুলোই বলছি।
-নায়িকা স্টেট লেভেলে তিনবার সাঁতারের চ্যাম্পিয়ন।সব জায়গায় সাঁতার কেটে ফেলছেন।কিন্তু আর্মির রেস্ট্রিকশন এরিয়ায় কখনো সাঁতার কাটেননাই।তাই ঢুকে পরলেন রেস্ট্রিকশন এরিয়ায় বরফের মতো ঠান্ডা পানিতে সাঁতার কাটতে।নায়িকাকে উদ্ধারের জন্য হেলিকপ্টার নিয়ে এসে গেছেন নায়ক।তারপর স্পাইডারম্যান স্টাইলে নায়িকাকে উদ্ধার করলেন আর ক্রাশ খেয়ে গেলেন।নায়িকাও চোখাচোখি হওয়ার পর নায়কের উপর গলে গেলেন।আবেগে আমার বীর-জারার কথা মনে পরে গেল।তো এখন নায়িকার পরিচয় নিশ্চিত করার জন্য একদিন সময় লাগায় নায়ক আরো কিছু সময় মজা নিতে পারলো।পরের দিন নায়িকা চলে গেলেন কিন্তু প্রেম তো খালি শুরু।
-নায়িকার রেস্ট্রিকশন এরিয়া ছাড়া কোন জায়গা পছন্দ না।সেটা শ্রীনগর হোক আর অমৃতসর হোক।আগেরবার পানিতে গেছিলেন এইবার গেলেন রাস্তায়।আর নায়কও সেখানে হাজির।এরপর নায়িকা গেলেন আরেক জন্মদিনের পার্টিতে।সেখানেও গেস্ট হিসাবে হাজির নায়ক।এতো কোইনসিডেন্স!!
-শুরু হইলো পুরাদমে প্রেম।কলেজ ফাঁকি দিয়া নায়িকা চলে গেলো প্রেম করতে।কিন্তু বাপজানের কাছে খাইলো ধরা।বাপজানের শর্ত ছেলে যদি আর্মি ছেড়ে ঘরজামাই হয়ে মেয়ের সাথে থাকে তাইলে তিনি রাজি আছেন।কিন্তু নায়ক ও কম যান কিসে?নায়িকাকে বলে দিলেন ফ্যামিলি ছেড়ে তার সাথে চলে আসতে।লও ঠেলা এখন কে কোনটা ছাড়বা?শেষে কেউই কোনটা ছাড়লো না।নায়ক চলে গেলো আবার আর্মি ক্যাম্পে।
-এদিকে কিছুদিন কাটার পর নায়িকা দেখলেন নায়ককে আর ভুলতে পারছেন না।তাই চলে গেলেন আর্মি ক্যাম্পে।কিন্তু গিয়ে তো খাইলেন ছেঁকা।দেখেন যে কর্নেলের মেয়ের সাথে নায়ক সাহেবের বিয়ের কথা চলতাছে।কর্নেলের মেয়েও নায়ক সাহেবের সাথে সিডিউস করতাছে।কিন্তু নায়িকার মনে হয় মুভি অর্ধেক দেখেই উঠে যাওয়ার অভ্যাস।তাই তিনি সিডিউস পর্যন্তই দেখলেন এরপর নায়ক যে তার ট্রু লাভের কথা ভুলেন নাই সেটা তিনি দেখে যাননাই।এতে নায়িকা আমাদের বুঝালেন একটা মুভি যদি খারাপ লাগেও তাও পুরাটা না দেখে উঠা উচিত না।
-নায়ক নায়িকার কাহিনী অনেক হইলো এখন সাইড নায়কের আগমন।বরফের মধ্যে সাইডনায়ক তার বাবা মা আর বোন নিয়া গাড়িতে আটকা পড়ছেন।আর আমাদের নায়ক এদের গিয়ে উদ্ধার করছেন।পরে জানা গেলো সাইড নায়ক নতুন বিয়া করবেন।নায়কের উপর খুশি হয়ে সাইড নায়ক তার বিয়া খাওয়ানোর জন্য নায়ককে নিয়া গেলেন বাড়িতে।নায়ক গিয়ে দেখলেন বৌ আর কেউ না তারই গার্লফ্র্যান্ড।দেখে তো নায়ক শকড।কিন্তু তাতে কি পালটা শক করার জন্য সাইড নায়কের বোনকে নিয়ে নাচা শুরু করলেন।গার্লফ্র্যান্ডের বিয়েতে নায়ক নাচতাছেন খুবই সুন্দর একটা দৃশ্য।
-এদিকে সাইড নায়ক আবার নায়ক-নায়িকার একটা প্রেমপত্র পেয়ে গেছেন।সাইড নায়ক তখন বুঝে গেছেন তার কপালে বউ নাই।তাই কুচ কুচ হুতা হ্যায় এর সালমান খান হয়ে বউকে দিয়া দিলেন নায়কের হাতে।নায়কও রেডিমেট বউ বিয়েবাড়ি সব ফ্রিতে পেয়ে মজায় মজায় বিয়ে করে চলে গেলো।আমিও একটা আনফরগেটেবল মুভি দেখে ফেললাম।


 



টরেন্ট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
magnet:?xt=urn:btih:D7558F3D68B609F79D59FE9FDA1CDFA7145B08F7&dn=80s+Dance+Party+%283+CD+Club+Mixes%29+%5BFLAC%5D+%5Bh33t%5D+-+Kitlope&tr=http%3A%2F%2Fwww.h33t.com%3A3310%2Fannounce&tr=http%3A%2F%2Ftpb.tracker.thepiratebay.org%3A80%2Fannounce&tr=http%3A%2F%2Fvip.tracker.thepiratebay.org&tr=http%3A%2F%2Finferno.demonoid.com%3A3396%2Fannounce&tr=udp%3A%2F%2Ftracker.openbittorrent.com%3A80%2Fannounce&tr=udp%3A%2F%2Ftracker.leechers-paradise.org%3A6969%2Fannounce&tr=udp%3A%2F%2Fcoppersurfer.tk%3A6969%2Fannounce 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন