মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

মানসিকতা একটি অদ্ভুত রসিকতা

বিদেশী দেখলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা আমাদের স্বভাবসুলভ , সেদিন এক ভদ্রলোককে দেখে মনে হলো বিদেশী, তো আরেকটু কাছে আসতে দেখি ধ্যাত্তুরি ! এটা তো শ্বেত(ধবল) রুগী। এখন আর তাকে সুন্দর মনে হচ্ছে না উল্টো করুণা হচ্ছে ।

মানসিকতা, বড্ড সমস্যা এই মানসিকতার, অদ্ভুত রসিকতা এই মানসিকতা

মেয়েটা জন্মের পর টিউব লাইটের মতো দেখতে হয়েছিলো তবে এখন আলো কমে ফর্সা হয়েছে ,তো এক মেয়ে জন্মগত গোলাপী ছিলো প্রতিনিয়ত ক্রিম মেখে মেখে তার মুখের গোলাপী রং উঠে এখন ফর্সা হয়েছে ।

লালচে কালারের মেয়েটিও এখন ফর্সা হয়ে গেছে , বাদামী রংয়ের মেয়েটিও শুধু কালো মেয়েটি কালো থেকে গেছে। কালোকে ঘষলে কালোই থাকে। যেমনি করে হীরা ঘষলে হীরা পাবেন,স্বর্ণ ঘষলে স্বর্ণ পাবেন ।

সমস্যাটি আমাদের মানসিকতায় । আমরা ধরে নিয়েছি চুল কালো হলে সুন্দর সাদা হলে অসুন্দর ,ত্বক সাদা হলে সুন্দর আবার কালো হলে অসুন্দর ।এই মানসিকতা যুগ যুগ ধরে আমাদের মানসিকতায় গেঁথে গেছে , হুট করেও এটি পরিবর্তন করা সম্ভব নয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন