মঙ্গলবার, ১৫ জুন, ২০১০

মোবাইল ফোনের ওপর কড়াকড়ি



বাংলাদেশে মোবাইল ফোনের মাধ্যমে চাঁদাবাজী এবং অপরাধ ঠেকাতে এর বিক্রির ওপর নানা রকম কড়াকড়ি আরোপ করেছে সরকার৻


আর সহজলভ্য থাকবে না

এখন থেকে জাতীয় পরিচয়পত্র ছাড়া কেউ আর মোবাইল সংযোগ পাবেন না৻

মোবাইল ফোনের সিম কার্ড বিক্রির ওপরও নানা কড়াকড়ি আরোপ করা হয়েছে৻ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা মোবাইল ফোনের সিম কার্ড বিক্রি করবেন তাদের কমপক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে৻

বুধবার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানীগুলোর প্রতিনিধিদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়৻

পুলিশ বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মোবাইল ফোনে চাঁদাবাজী এবং হুমকি দেয়ার বহু অভিযোগ এসেছে তাদের কাছে৻ কিভাবে এধরণের অপরাধ বন্ধ করা যায় সেজন্যে সরকার একটি কমিটি গঠন করেছিল প্রয়োজনীয় সুপারিশ তৈরীর জন্য৻

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে সেই সুপারিশগুলো তুলে ধরা হয়৻

বাংলাদেশ টেলিকম রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ জানান, তারা মোবাইল ফোনের সিম কার্ড বিক্রির ক্ষেত্রে কিছু কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছেন৻

তিনি বলেন, সিম কার্ড বিক্রির ক্ষেত্রে বর্তমানে রেজিস্ট্রেশন বা নিবন্ধনের নিয়ম থাকলেও তা ঠিকমত পালিত হয় না৻ সেজন্যে এখন থেকে সরকার নতুন কিছু নিয়ম চালু করতে যাচ্ছে৻

মোবাইল ফোন কোম্পানীগুলো যে ডিলার নিয়োগ করে, সেই ডিলারদের কাজের দায়-দায়িত্ব তারা নেয় না৻ সেজন্যে এখন থেকে ডিলারদের সমস্ত তথ্য পুলিশের মাধ্যমে যাচাই করা হবে৻ এছাড়া সিম কার্ড বিক্রেতাদের সংখ্যাও সীমিত রাখা হবে৻ যে কেউ চাইলেই আর সিম কার্ড বিক্রি করতে পারবে না৻

সিম কার্ড বিক্রেতাদের জন্য ন্যূনতম মাধ্যমিক পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এর উদ্দেশ্য যাতে তারা ক্রেতাদের নাম নিবন্ধন করতে পারেন, এ সংক্রান্ত ফর্মটি সঠিকভাবে পূরণ করতে পারবেন৻

জিয়া আহমেদ আরও জানান, বাংলাদেশে আগে থেকেই নিয়ম আছে যে ১৮ বছরের কম বয়সীদের কাছে সিম কার্ড বিক্রি করা যায় না৻ এরকম অপ্রাপ্তবয়স্কদের জন্য সিম কার্ড কিনতে হলে কোন অভিভাবককে দায়িত্ব নিতে হবে৻

জিয়া আহমেদ বলেন, এসব পদক্ষেপের লক্ষ্য বাংলাদেশে অপরাধ কমিয়ে আনা৻ তবে তিনি বলেন, তারা এত বেশি কড়াকড়ি করতে চান না যার ফলে বাংলাদেশে মোবাইল ফোনের যে বিস্তার ঘটছে তা কোনভাবে ক্ষতিগ্রস্থ হয়৻

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন