নবীজি তার স্ত্রী আয়েশা(রাঃ)কে পুতুল খেলার অনুমোদন দিয়েছিলেন। পুতুল কি মূর্তি নয়?
বাংলাদেশের মত অনেক দেশের মুসলিম কৃষকেরা ফসলের ক্ষেতে পাখি তাড়াতে কাকতাড়ুয়া তৈরি করেন। এই কাকতাড়ুয়া কি মূর্তি নয়?
প্রকৃতপক্ষে পূজা বা উপাসনার উদ্দেশ্যে কোনো মূুর্তি তৈরি করা ইসলাম সমর্থন করে না। কিন্তু ভাস্কর্য তো শিল্প সৃষ্টির উদ্দেশ্যে, উপাসনার উদ্দেশ্যে নয়। যারা আজকে মূুর্তি বা ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছেন, তারা তো এটাও জানেন- ইসলামে ছবি তোলাও হারাম। তাহলে তারা যখন বক্তৃতা করে এসব বিবৃতি দিচ্ছেন তখন কি তাদের ছবি তোলা হচ্ছে না?
একটা প্রশ্ন-ইসলামে কি আসলেই ভাস্কর্য নির্মাণ নিষিদ্ধ? নাকি আসলে ব্যাপারটা রাজনৈতিক?
বাংলাদেশের মত অনেক দেশের মুসলিম কৃষকেরা ফসলের ক্ষেতে পাখি তাড়াতে কাকতাড়ুয়া তৈরি করেন। এই কাকতাড়ুয়া কি মূর্তি নয়?
প্রকৃতপক্ষে পূজা বা উপাসনার উদ্দেশ্যে কোনো মূুর্তি তৈরি করা ইসলাম সমর্থন করে না। কিন্তু ভাস্কর্য তো শিল্প সৃষ্টির উদ্দেশ্যে, উপাসনার উদ্দেশ্যে নয়। যারা আজকে মূুর্তি বা ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছেন, তারা তো এটাও জানেন- ইসলামে ছবি তোলাও হারাম। তাহলে তারা যখন বক্তৃতা করে এসব বিবৃতি দিচ্ছেন তখন কি তাদের ছবি তোলা হচ্ছে না?
একটা প্রশ্ন-ইসলামে কি আসলেই ভাস্কর্য নির্মাণ নিষিদ্ধ? নাকি আসলে ব্যাপারটা রাজনৈতিক?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন