বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭

''ইলিশ'' নামক বিলাসিতা মানায় না

বাংলা নববর্ষের ‘পহেলা বৈশাখ’ শহর, বন্দর, গ্রামগঞ্জে জাতি-বর্ণনির্বিশেষে আবেগের উৎসব । বৈশাখি মেলা বসে দেশের বিভিন্ন স্থানে। বয়স-ধর্ম-বর্ণনির্বিশেষে সকল মানুষের উৎসব বাংলা ‘নববর্ষ’।

বাঙ্গালীর ঐতিহ্য পান্তা- ইলিশ। । এই উৎসব শুরু হয়েছিল সম্রাট আকবরের শাসনামলে। তখন ধনী-গরীব মানুষের ভেদাভেদ বুলানোর জন্য রাজার বাড়িতে, বড় কোন ধনী ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান করা হতো। ধনী-গরিব সবাই মিলে সেখানে গান-বাজনা, নৃত্য করত।

পূর্বে বৈশাখ আনন্দের স্বাদ হলেও ইদানীং হয়ে উঠছে বিস্বাদের কারণ । "বৈশাখ" মানেই আমেজ আমেজ ভাব তৈরি হতো আনন্দের সহিত কিন্তু ইদানীং ঘটছে তার উল্টো। যেমন বৈশাখে অনেক কিছুতে দামের "ছাড়" দিলেও ইলিশ মাছের দাম ঠিক তার উল্টো।আসলে বৈশাখী উৎসবটা কৃষকদের ঘিরেই। যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান।কিন্তু ইদানীং হয়ে যাচ্ছে বিলাসিতার উৎসব।

সার,পানির পাম্পের তেলের দাম দিয়ে তাদের খরচ আসেনা । যেই দেশে কৃষকদের নুন আনতেই পান্তা ফুরায় সেই দেশের কৃষকদের ''ইলিশ'' নামক বিলাসিতা মানায় না ।

বাই দ্য ওয়ে, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা..........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন