সোমবার, ১০ এপ্রিল, ২০১৭

ল্যাংটা বাবা কি জেয়


আকাশের মেঘ, মাংসের টুকরো থেকে শুরু করে মাছ, আলু, গাছ, মৌচাক সবখানেই তারা খুজে পাচ্ছেন আল্লাহ ও রাসুল(সাঃ) এর নাম।

কিছুদিন আগে দেখলাম একটা গাছ কাটা হয়েছে যা থেকে রক্ত পরছে। বলা হয়েছে এটা কারবালার প্রান্তর এর গাছ। এখনও সেখানে গাছ কাটলে গাছ থেকে রক্ত বের হয়।

দয়া করে কেউ এড়িয়ে যাবেন না
শরীরে মুসলমানের রক্ত থাকলে লিখুন আমীন.........!!!!!


আর সাথে সাথে খেলা শুরু সবাই পাগলের মত আমীন লিখে চলছে।আরে ভাই গাছটি কোথা থেকে আসল, নাম কি বা কেনই বা এমন হচ্ছে তা জানার প্রয়োজন ও মনে করলেন না আর বিষয় গুলো তারা যে পর্যায়ে নামিয়ে এনেছেন তা খুব দুঃখজনক। এসব করে তাদের লাভটাই বা কি আমার জানা নেই।

বাই দ্য ওয়ে,গাছটির নাম “ব্লাডউড ট্রি” যা অস্ট্রেলিয়ার মরুভূমিতে পাওয়া যায়। এই গাছ কাটলে রক্তের মত লাল নির্যাস বের হয়। আমার সাধারণ মানুষরা অন্ধভাবে সব বিশ্বাস করেই বরং নিজের ঈমানের বেশী ক্ষতি করছি। আর এভাবে জন্ম হচ্ছে বিড়ি বাবা, ইটা বাবা, ল্যাংটা বাবা, দড়ি বাবা, না জানি আরও কত বাবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন