রবিবার, ৯ এপ্রিল, ২০১৭

না জেনে কখনোই বিচার করা ঠিক না

এক ২৪ বছর বয়সী যুবক ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখে চিৎকার করে তার বাবাকে বলছিল,
"বাবা, দেখো গাছগুলো কেমন পেছনে চলে যাচ্ছে।"

ওর বাবা কেবল হাসছিল। কাছাকাছি বসে থাকা একটা তরুণ যুগল এই দৃশ্য দেখে সমবেদনার হাসি হাসছিল। হঠাৎ ছেলেটি আবার চিৎকার করে বলে উঠলো,
"বাবা, দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে।"

যুগলটা আর নিজেদের শান্ত রাখতে পারলো না। তারা ছেলেটির বাবাকে বললো,
"আপনি কেন আপনার ছেলেকে একটা ভালো ডাক্তার দেখাচ্ছেন না?"

লোকটি মুচকি হেসে উত্তর দিল,
"দেখিয়েছি এবং আমরা মাত্রই হাসপাতাল থেকে ফিরছি। আমার ছেলে জন্ম থেকেই অন্ধ ছিল, আজই কেবল ওর দৃষ্টি শক্তি পেয়েছে।"

আসলে দুনিয়ার প্রতিটি মানুষেরই একটি গল্প থাকে। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে তাকে কখনোই বিচার করা ঠিক না। সত্যটা আপনাকে চমকে দিতেই পারে।

(গল্পটি একটি ইংরেজি ছোট গল্প থেকে অনুবাদ করা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন