শনিবার, ৮ এপ্রিল, ২০১৭

হৃদয়হীন যন্ত্রদানব


বিষ্মিত হৃদয়ে ভাবি,আর কতটা পথ পাড়ি দিলে তোমাদের অবিশ্বাসী মনে বিশ্বাস ফিরে আসবে আর কতটুকু আগুনে ঝলসালে বুঝবে আমি সত্যি ঝলসে গেছি ।

দাসপ্রথা শেষ হয়েছে সেই কবে। কিন্তু প্রবাস জীবন মনে হয় আজও আমাকে দাসত্ব করেই রেখেছে । প্রবাসে নায্য বেতন, যোগ্য কাজের দাবীর বোবা কান্নায় ভূমিকম্প হৃয়ের গহীনে। আর তাই প্রবাসে বুকে ঘামের কালিতে হৃদয়ের কাগজে লিখি শ্রম সাহিত্য।

যে দিকে তাকাই, দৃষ্টি থমকে যায় যান্ত্রিক নাগরিকতার দেয়ালে। শহুরে ব্যস্ততার তীব্র কষাঘাত আমাকে অনুভূতি হীন করে তোলে।হৃদয় দিয়ে সবকিছু পেতে চাই। হয়ত পাইও। কিন্তু অনুভবের আগেই ব্যস্ততার হিংস্র চোয়াল আমায় কামড়ে ধরে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। বদলে দেয় হৃদয়হীন এক যন্ত্রদানবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন