Usb ড্রাইভ পিসিতে সংযুক্ত করার সাথে সাথে সাধারনত অটোরান হয়।এর ফলে ঐ usb ড্রাইভে থাকা ভাইরাস সহজেই পিসিতে ছড়িয়ে পড়ে।অটোরান বন্ধ থাকলে এ ঝামেলা এবং ঝুকি অনেকটাই কমে যায়। এজন্য আপনি autorun eater নামক সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন,এটি পিসিতে যেকোন প্রকার usb ড্রাইভের অটোরান বন্ধ করবে।autorun.inf জাতীয় ভাইরাসও usb থেকে অপসারন করবে।এই সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করার পর আপনার আর তেমন কিছু করতে হবে না।সফটওয়্যারটি স্বয়ংক্রীয়ভাবে usb ড্রাইভের অটোরান বন্ধ করবে।এছাড়া এই সফটওয়্যারটি দিয়ে আপনি ভাইরাস আক্রান্ত টাস্ক ম্যানেজার,রেজিস্ট্রি এডিটর,ফোল্ডার অপশন ফিরিয়ে আনতে পারবেন।তো আর দেরী না করে ১.৩৬ মেগার ছোট্ট এই কাজের সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন