টরেন্ট নিয়া বহুত কথা শুনছি। টরেন্ট আইরাম সেইরাম । কিন্তু টরেন্ট
ফাইল আরও সহজে এবং আরও দ্রুত নামানোর তেমন ভালো লেখা তেমন পাইনি।তাই আজ
একটি দুর্দান্ত সফটওয়্যারএর সাথে পরিচয় করিয়ে দেব।
আবার অনেক সময় টরেন্ট টি হয়তো নামাই কিন্তু ডাউনলোড করার সময় স্পীড
পাইনা।কিন্তু এই সফটওয়্যার দিয়ে আপনি দেখতে পারবেন টরেন্ট ফাইল টির গতি
কেমন ডাউনলোড করার আগেই !!
তাছাড়া ও আরেকটা মজার সুবিধা আছে এইটায়। ধরুন আপনি অ্যাডোব ফটোশপ লাইসেন্স সহ নামাবেন। কিন্তু সব ই আপনার আছে, মানে সফটওয়্যার টি আছে কিন্তু লাইসেন্স টাই নাই। তখন কি হবে? আপনার দরকার শুধু লাইসেন্স। কিন্তু টরেন্ট এ ফাইল সহ লাইসেন্স দেয়া আছে। সেক্ষেত্রে আপনি টোটাল টরেন্ট না নামিয়ে কেবল লাইসেন্স টাই নামিয়ে ফেলতে পারবেন।
আরও আরও অনেক ফিচার আছে এটি তে। এটি মুলত বিট টরেন্ট ক্লায়েন্ট
যাক।
প্রথমেই এই খানে ক্লিকান
এইবার ডাউনলোড এ ক্লিক মারেন।
ক্লিক দিলে এইরকম একটা সফটওয়্যার ডাউনলোড হতে চাইবে। আই ডি এম থাকলে এমনিতেই ডাউনলোড হবে।
ওই সফটওয়্যার টা ডাউনলোড হবার পর ওইটা ইন্সটল করুন।নিচে
দেখানোর মতো
এই সফটওয়্যার টা অনলাইন ইন্সটলার। নেট থেকে নিজে নিজে ইন্সটল হবে। সাইজ হবে ২০ মেগার মতো। এখন একটু অপেক্ষা করুন
ইন্সটল হয়ে গেলে নিচের মতো একটি উইন্ডো আসবে।
ওই উইন্ডো তে দেখবেন সার্চ করার একটা অপশন আছে।
এই সার্চ অপশন ই সব। এইবার আমরা একটা ট্রাই করি। সার্চ এর জায়গায় idm লিখে সার্চ দিন।
একটা জিনিস দেখবেন, সার্চ দিলে নামের পাশাপাশি স্টার মার্কস ও আসে। যত বেশি স্টার হবে ওই টরেন্ট টা তত দ্রুত নামবে। তাই ডাউনলোড দেবার আগে এই ব্যাপারটা মাথায় রাখবেন।
এইবার সার্চ এ আসা যেকোনো একটি ফাইল সিলেক্ট করলে নিচে দেখান মতো ডাউনলোড অপশন আসবে।
ডাউনলোড এ ক্লিক করলে এটি কথায় সেভ হবে জানতে চাইবে। ডিফল্ট হিসেবে মাই ডকুমেন্ট ফোল্ডার সিলেক্ট করা থাকে। সেভ এ ক্লিক করলেই এটি ট্রান্সফার পেজ এ চলে যাবে আর ডাউনলোড শুরু হয়ে যাবে।
ডাউনলোড শুরু হয়ে গেছে।
আপনি এই সিস্টেমে না করে যদি ব্রাউজার থেকে টরেন্ট সিলেক্ট করতে চান তাও পারবেন।
তখন নেট থেকে নামানো টরেন্ট ফাইল টাকে মিডিয়াগেট দিয়ে ওপেন করুন।
আর যারা টরেন্টের জন্য মিউ টরেন্ট ইউজ করেন তারা সবাই মিডিয়া গেট
ইউজ করে মিউ টরেন্ট রে ভুয়া বলবেন।
তাছাড়া ও আরেকটা মজার সুবিধা আছে এইটায়। ধরুন আপনি অ্যাডোব ফটোশপ লাইসেন্স সহ নামাবেন। কিন্তু সব ই আপনার আছে, মানে সফটওয়্যার টি আছে কিন্তু লাইসেন্স টাই নাই। তখন কি হবে? আপনার দরকার শুধু লাইসেন্স। কিন্তু টরেন্ট এ ফাইল সহ লাইসেন্স দেয়া আছে। সেক্ষেত্রে আপনি টোটাল টরেন্ট না নামিয়ে কেবল লাইসেন্স টাই নামিয়ে ফেলতে পারবেন।
আরও আরও অনেক ফিচার আছে এটি তে। এটি মুলত বিট টরেন্ট ক্লায়েন্ট
যাক।
প্রথমেই এই খানে ক্লিকান
এইবার ডাউনলোড এ ক্লিক মারেন।
ক্লিক দিলে এইরকম একটা সফটওয়্যার ডাউনলোড হতে চাইবে। আই ডি এম থাকলে এমনিতেই ডাউনলোড হবে।
ওই সফটওয়্যার টা ডাউনলোড হবার পর ওইটা ইন্সটল করুন।নিচে
দেখানোর মতো
এই সফটওয়্যার টা অনলাইন ইন্সটলার। নেট থেকে নিজে নিজে ইন্সটল হবে। সাইজ হবে ২০ মেগার মতো। এখন একটু অপেক্ষা করুন
ইন্সটল হয়ে গেলে নিচের মতো একটি উইন্ডো আসবে।
ওই উইন্ডো তে দেখবেন সার্চ করার একটা অপশন আছে।
এই সার্চ অপশন ই সব। এইবার আমরা একটা ট্রাই করি। সার্চ এর জায়গায় idm লিখে সার্চ দিন।
একটা জিনিস দেখবেন, সার্চ দিলে নামের পাশাপাশি স্টার মার্কস ও আসে। যত বেশি স্টার হবে ওই টরেন্ট টা তত দ্রুত নামবে। তাই ডাউনলোড দেবার আগে এই ব্যাপারটা মাথায় রাখবেন।
এইবার সার্চ এ আসা যেকোনো একটি ফাইল সিলেক্ট করলে নিচে দেখান মতো ডাউনলোড অপশন আসবে।
ডাউনলোড এ ক্লিক করলে এটি কথায় সেভ হবে জানতে চাইবে। ডিফল্ট হিসেবে মাই ডকুমেন্ট ফোল্ডার সিলেক্ট করা থাকে। সেভ এ ক্লিক করলেই এটি ট্রান্সফার পেজ এ চলে যাবে আর ডাউনলোড শুরু হয়ে যাবে।
ডাউনলোড শুরু হয়ে গেছে।
আপনি এই সিস্টেমে না করে যদি ব্রাউজার থেকে টরেন্ট সিলেক্ট করতে চান তাও পারবেন।
তখন নেট থেকে নামানো টরেন্ট ফাইল টাকে মিডিয়াগেট দিয়ে ওপেন করুন।
আর যারা টরেন্টের জন্য মিউ টরেন্ট ইউজ করেন তারা সবাই মিডিয়া গেট
ইউজ করে মিউ টরেন্ট রে ভুয়া বলবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন