রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

ক্ষুধার জ্বালা........বড় জ্বালা



জীবনের কিছুটা সময়, আবার বলতে গেলে অনেকটা পথ পেরিয়ে এলাম। শৈশবের সেই মধুর সময়টা পার হয়ে যাবার পর বাস্তবতার যে দৃশ্য প্রতিনিয়ত দেখছি, তা ভয়ংকর, বেদনা বিধূর, মর্মান্তিক।

একটা শিশু যে ফুটপাথে হামাগুড়ি দিয়ে ও বড় হয় আবার বেবী চেয়ারে পরম আদরেও বড় হয়। কিন্তু তারা শিশু। শিশুরা পবিত্র। তবে কেন এই শিশুরাই জর্জরিত?

একজন শিশু, যার খাওয়ার কোন অভাব নেই। প্রতিনিয়ত অপচয়  করছে কিন্তু তারপরেও পাচ্ছে। আরেকটা শিশু যে একটা ভাতের দানা কুড়িয়ে খাচ্ছে, একটা রুটির জন্য টাকা ভিক্ষা চাচ্ছে- যা আমরা প্রতিনিয়ত দেখেও না দেখার ভান করে করছি।

একটা শিশু রাস্তায় জেমে দাঁড়িয়ে থাকা গাড়ির কাছে গিয়ে তার দু’টি ছোট ছোট হাত বাড়িয়ে দিচ্ছে। এখনও সে ভাল করে কথাও বলতে পারে না। তার পাশে দাঁড়ানো বোনের কাছ থেকে দেখেই সে কাজটা করছে। দুঃখের বিষয় হল রাস্তা দিয়ে গাড়িতে চড়ে এক শিশু বার্গার খেয়ে যাচ্ছে আর তার সমবয়সী আরেকটা শিশু হাত পেতে ভিক্ষা করে বেড়াচ্ছে। শুধুমাত্র ক্ষুধার জ্বালায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন