শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

কলমের জবাব চাপাতি দিয়ে


ব্লগার "রাজিব" হত্যা বিচারের কার্যক্রম আজ ও শেষ হলো না । শেষ হলো না সাগর-রুনি হত্যার বিচার ।
সিলেটের ব্লগার "অনন্ত বিজয় দাশ", হলো না এর ও কোন বিচার । হত্যা হলেন ব্লগার অনলাইন এক্টিভিস্ট "ওয়াশিকুর রহমান বাবু "। এরও কোন বিচার হলো না এ দেশে ।
হত্যা হলেন বিজ্ঞানমনস্ক লেখক " অভিজিৎ রায়" তার ও কোন বিচার হলো না। হত্যা হয়েছিলেন
" হুমায়ন আজাদ " স্যার তার ও কোন বিচার আজ ও হয়নি । সব শেষ নিহত হলেন প্রকাশক "ফয়সাল আরেফিন দীপন"।

তাদের লেখার যুক্তির সঙ্গে যদি আপনাদের যুক্তির একমত না হয়, তবে তাদের লেখার জবাব লেখা দিয়েই দিন।
ও দুঃখিত আপনাদের দ্বারা তো আর লেখা সম্ভব না, তাই আপনাদের দ্বারা লেখার জবাব লেখা দিয়ে দেওয়া ও সম্ভব না। আর তাই তো মানুষের কলমের জবাব আপনারা চাপাতি দিয়ে দেন ।
হবেই না কেন, এই সব কিছু সম্ভব বলেই তো বাংলাদেশে আজ ও লেখক, ব্লগার, প্রকাশক এবং মুক্তমনা মানুষ গুলো চাপাতির কোপে জীবন দিচ্ছেন
আর হত্যার জন্য সরকার বা অন্য কাওকে দ্বায় না করে আমাদের নিজেদের কে দ্বায় করলেই ভালো । কেননা আমরা মরব কিন্তু কোন প্রতিবাদ করব না ।
মানুষ হত্যার যে অবস্থা চলছে তাতে এদেশে মানুষ হত্যা আর পশু হত্যা যেন এক হয়ে গেছে ।
কে জানে আরো কতজন মুক্তমনা, মুক্তচিন্তা মানুষকে এভাবে অকালে প্রাণ দিতে হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন