শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

ভালোবাসায় সব দাও ,সম্মানটুকু দিওনা

ভালোবাসা কে কখনোই সস্তা করা উচিত না। ভালোবাসার মানুষ কে ভালোবাসার দাম বুঝিয়ে দেয়া উচিত। অতি ভালোবাসা প্রকাশ তোমার দুর্বলতার গল্পটা বলে দিবে। যাকে দিচ্ছ মন ভরে পেছনে মুচকি হাসবে। করি যা মন চায় সেত আসবেই পিছে পিছে এই বোধ যদি একবার তুমি তাকে দিয়ে দাও ,তুমি হয়ে যাবে পুতুল সে হবে নাচক।
.
মাঝে মাঝে ভালোবাসার মানুষটাকে তুমি নেই বলে তুমি থাকার মূল্যটা বুঝিয়ে দিও। অনুপস্থিত থেকে উপস্থিতির ওজনটা জানিয়ে দাও। এর মানে এই না যে তুমি স্বার্থপর ,এর মানে এই যে তোমার এই ভালোবাসা পেতে হলে তাকে যোগ্য হতে হবে
.
প্রতিবেলা হুলুস্থুল ভালোবাসায় ভরিয়ে দেয়া ভাল। মাঝে মাঝে ভালোবাসায় শীতের ছুটি দিয়ে গ্রীষ্মের ক্ষরতাপের মর্মটা অনুভব করিয়ে দিও। ভালোবাসা হোক হাইড এন্ড সিক। পেতে হলে খুজে নাও। সম্পর্কটা এভাবেই ফুলে ফেপে মোটা তাজা হয়
.
মগজের ধার বাড়াতে যেমন মগজকে খাটাতে হয় ভালোবাসার স্বাদ বাড়াতে ভালোবাসাকে দুষ্প্রাপ্য করতে হয়। ভালোবাসা হোক ট্রেজার হান্ট। প্রেমিকার ভালোবাসার গুপ্তধনের সন্ধানে পাল উড়িয়ে জাহাজ ভাসাক প্রেমিক ব্ল্যাক বিয়ার্ড। ভালোবাসা এভাবেই হোক খুব বেশী কিছু
.
ভালোবাসার মানুষটাকে তোমার ভালোবাসার যোগ্য করে তোল। ভালোবাসাটাকে সস্তা বানিও না। একদিন নিজেই তার ঘাড়ের বোঝা হয়ে যাবে। আত্মসম্মান মাটিতে লুটোবে। আত্মসম্মানবোধ বিধাতা শুধু মানুষকেই দিয়েছেন। একটা কুকুরের ধারাল দাত আছে কিন্তু আত্মসম্মানবোধ নেই। এই আত্মসম্মানবোধই মানুষ কে সবার চাইতে আলাদা করেছে। ভালোবাসায় সব দাও ,সম্মানটুকু দিওনা। মাথা নিচু করে অন্য কাউকে ভালোবাসার চাইতে ,মাথা উচু করে নিজেকে ভালোবাসা ভাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন