সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

সুন্দর শব্দটা লাইফ সাপোর্ট দিয়ে বাচিয়ে রাখা হয়েছে

সুন্দর শব্দটা আজকাল কোমায় আছে। লাইফ সাপোর্ট দিয়ে বাচিয়ে রাখা হয়েছে সুন্দর কে। ফেয়ার এন্ড লাভলীর লেয়ার আর প্রো পিকের ক্ল্যারিটি আজকাল সুন্দরের মাত্রাকে নির্ধারণ করে। ক্যামেরার রেজুলুশন যত ভাল মানুষ তত সুন্দর
.
স্কুলের নতুন ম্যাডামটা সুন্দর ,পাশের বাসার মেয়েটা সুন্দর, বিএফের সাথে বসা জি এফটা সুন্দর
.
ছেলেদের ব্যাপারে অন্য থিউরি চলে। একবার একজন তো আমাকে বলেছিল ছেলেরা সুন্দর হয় না, হ্যান্ডসাম হয় ম্যানলি হয়
.
বিদেশী মাগুরের হাগুও সুন্দর্। ওই যে বলিউডের সুপার হট নায়িকা টা আছেনা ড্যাম সুন্দর্। এদিকে ইন্ডিয়ান সিরিয়ালের রাশিও নাকি সুন্দর
.
যাই হোক কে আসলে সুন্দর মেয়ে না ছেলে সে তর্কে যাবনা। কথা হল আমরা আসলে সুন্দর চেনা ভুলে যাচ্ছি দিন দিন। সুন্দর জিনিসটাকে চেহারাকেন্দ্রিক করে ফেলেছি।
পাশ দিয়ে হেটে যাওয়া মেয়েটাকে আমরা সুন্দর বলি ,প্রেমিকাকে তো ডেইলি পঞ্চাশ বার সুন্দর বলি কিন্তু জীবন প্রকৃতি পথের ধুলোয় মিশে থাকা ছোট ছোট সুন্দর গুলোকে খুজে পাইনা আমরা। সুন্দরকানা হয়ে গেছে যেন মানুষগুলো।
.
অতচ এই নাগরিক জীবন মধ্যবিত্তের সব মেনে নেয়া পরিবার কিংবা মায়ের মমতার আঙ্গুলে মিশে আছে অজস্র সুন্দর
সুন্দর মায়ের হাতের রান্না খেয়ে প্রশংসা করার পর মায়ের মুখের তৃপ্তির হাসি
সুন্দর সন্তানের ভালো ফলাফলে বাবার চোখের গর্বিত অশ্রু
.
সুন্দর কোন বলিউডের ললনার শর্ট স্কারট এর নগ্নতা না, সুন্দর পহেলা বৈশাখে বাঙালি তরুণীর লাল পাড়ের সাদা শাড়ির আকাআকি
.
রানা প্লাযায় জীবনের ঝুকি নিয়ে উদ্ধারকাজে ব্যাস্ত মানুষের কপালের থেকে টপ টপ ঘাম ঝরে পড়ার যে দৃশ্য, সেটাত সর্বোচ্চ মানবিক সুন্দর
.
মুমূর্ষু রোগিকে বাচানোর জন্য ছেলেটার ডোনেট করা রক্তের লাল রঙ টাও কি অনেক সুন্দর না?
.

সুন্দর দুবাই এর বহতল সেভেন স্টার হোটেল কিনবা পাতায়া বিচে সাদা চামড়ার মেয়েদের বিকিনি পরে রোদে শুকানো না...
.
প্রবল ধর্মবিশ্বাসে হিজাব করা মেয়েটার বিশ্বাসের প্রতি অটল থাকাটা সুন্দর
.
মোনাজাত শেষে দু হাত মুখ ছুয়েয়ে নামার পর ভদ্রলোকটার দৃষ্টি তে নূরের হাসিটা সুন্দর
.
দেবীর প্রান্তরে দু হাত জোর করে চোখ বোজা বাচ্চাটার প্রার্থনা সুন্দর
.
সুন্দর পৌষের শিতে গায়ের পথে রসের হাড়ি কাধে নিয়ে গায়ের মানুষের হেলে দুলে হেটে চলা... কিনবা মিস্টি রোদে শুকোতে দেয়া ধানে গায়ের বধুর দুলতে থাকা পায়ের নূপুরের নিক্কন... এই ব্যাপারগুলো কতটা সুন্দর চিন্তা করেন তো...
.
সুন্দর শহিদ মিনারের এর মাথা তুলে প্রচণ্ড অহঙ্কারে দাড়ান কিনবা শিখা অনির্বাণের জ্বলতে থাকা প্রত্যয়ের আগুন।
জাতীয় সংগীত শুনে একজন মুক্তিযোদ্ধারা আবেগের অশ্রু সুন্দর
.
একটা মনের হাসপাতাল দরকার্। মনের আর চোখের অপারেশন দরকার্। ব্লক পরে পরর সরু থেকে সরুতম হয়ে যাওয়া অন্তরটার একটা ওপেন হার্ট সার্জারি দরকার্। হৃদয়ের চোখটার ছানি পড়ে গেছে। আর্জেন্ট ময়লাটা দুর করা দরকার্। সুন্দরকানাদের সুন্দর চিনে নেয়ার অধিকার ফিরিয়ে দেয়া দরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন