রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

আমরা ঘারত্যাড়াদের জাত

আমাদের দেশ ‪#‎ছোট‬ হতে পারে ,আমাদের অত টাকা না থাকতে পারে কিন্তু আমাদের নিজের সত উপার্জনে দাড় করানো একটা দেশ আছে। রক্ত দিয়ে স্বাধীন করা এই মাটি আছে। গোটা দুনিয়ায় ওয়ানপিস আমরা তাই বুক ফুলাইয়া বলতে পারি বাংলাদেশ সবচাইতে ইউনিক ,বাংলাদেশীরা সুপার পাওয়ারদের মাঝখানের আঙ্গুলটা দেখিয়ে একদম জিরো থেকে মাথা উচু করে উঠে দাড়ানো ‪#‎ঘারত্যাড়াদের‬ জাত
‪#‎অহংকার‬ করার মতই দেশ আমাদের্। এই যে এইসব আমেরিকা, সিঙ্গাপুর, দুবাই এর ফাপরবাজী করে কতিপয় হীনমন্যতায় ভোগা পাবলিক ,পারলে আমেরিকারে বলেন নয় মাস ধইরা একটা যুদ্ধ কইরা ত্রিশ লক্ষ ভাই বোন হারাইয়া নো কারেন্সি নো এসেট একদম জিরো থেকে শুরু করতে। আফসোস আমাদের অতি বুদ্ধিজীবীরা অন্য দেশের সাথে আমাদের তুলনা করে তারা এইটা ভুলে যায় আমরা এত কিছু সার্ভাইব করে উঠে দাড়াইছি যা আর কোন দেশ কে ফেস করতে হয় নাই।
‪#‎ষোলইডিসেম্বরে‬ জাতীয় সংগীত গাওয়ার সময় এক বৃদ্ধা মাকে বুকে হাত দিয়ে দাড়িয়ে দাড়িয়ে কাদতে দেখেছিলাম আবেগে। জাতীয় সংগিত বাজছে
" মা তোর বদন খানি মলিন হলে " আর চাচী বুকে হাত দিয়ে গলা মেলাতে মেলাতে আবেগে বোকার মত কাদছেন।
জাতীয় সংগীত শুনে বোকার মত কান্নাও বোধহয় এই আমরা বাংলাদেশীরা করতে পারি
আমাদের এলাকায় এক ‪#‎চাচা‬ ছিল যার কাজ ছিল মৃত মানুষ কে শেষ গোসল করিয়ে কাফন পড়ান থেকে শুরু করে কবর দেয়া পর্যন্ত। উনার একটা মেয়ে হয়েছিল। সে এক বন্যার সময় পানিতে ডুবে মারা যায়। লাশও পাওয়া যায়নি। মেয়ে লাশ পায়নি তাই চাচা আজীবন মানুষের লাশের ঠিকানা নিশ্চিত করেছেন নিশ্বার্থ ভাবে।
এইরকম মানুষ আপনি শুধু বাংলাদেশেই পাবেন আর কোথাও না।
প্রতি ঈদে ‪#‎ট্রেনের‬ ছাদে বসে জীবনের ঝুকি নিয়ে প্রিয়জনের সাথে ঈদ করতে যাওয়া হাজারো মানুষ কে আমি যখনি দেখি তখনি অনুভব করি এই টেকনোলজি বেসড ইমোশনের ওয়ার্ল্ডে ভালোবাসার মেট্রোপলিটন হল আমাদের লাল সবুজের দেশ বাংলাদেশ
আর এই কারণেই বাংলাদেশ ‪#‎ইউনিক‬
সবার চাইতে আলাদা। কারণ আমরা দুইশ বছরের ব্রিটিশ অত্যাচার ,আড়াই যুগের পাকি অত্যাচার ,একটা মুক্তিযুদ্ধ সার্ভাইব করে একদম জিরো থেকে মাথা উচু করে উঠে দাড়ান ঘারত্যাড়াদের জাত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন