শনিবার, ২০ আগস্ট, ২০১৬

বাঁধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে


“জীবন” ৩টি অক্ষরের এক সীমাহীন রহস্য..!

জীবনে-অনেক “কিন্তুর” উত্তর পাবেন না। অনেক “আশা” পূর্ণতা পাবে না। অনেক “প্রশ্নের” উত্তর মিলবে না। অনেক “সাফল্যে” কাছের মানুষ হাসবে না। অনেক “দুঃখে” কেউ সাহস দিবে না। সুখের কথায় হিংসে করবে। দুঃখের কথায় সুযোগ খুঁজবে।

জীবনের- অনেক “অঙ্ক” মেলাতে হয় না। অনেক “ঘটনার” কারন খুঁজতে হয় না। অনেক “হাসির” অর্থ খুঁজতে নেই। অনেক “চোখের” ভাষা বুঝতে নেই।। অনেক “হাতে” হাত রাখতে নেই। অনেক “কথা” বলতে নেই।

জীবন- এক দুঃখ-সুখের বালুচর। সব কিছু হারিয়েও আশায় বুক বাঁধা। কখনো অনিশ্চয়তার দাবা খেলা। চরম অস্বস্তিতে সুখের স্মৃতি হাতড়ে বেড়ানো। কাউকে পাশে পেয়ে চরম প্রশান্তি বোধ করা। অনুপ্রেরণা সঙ্গী করে জীবনের দাঁড় টেনে যাওয়া।

হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতেই হবে। বাঁধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে ??

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন