শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

প্রেম-ভালবাসা বলে কিছুই নেই সবই শূন্য

 
আজ সব ফিকে হয়ে গেছে ধুলি ময় কুয়াশা আচ্চন্ন সময়ের কাছে, যা এক সময় ছিল রুপালি ঝকঝকে। 

তুমি বলেছিলে দু:খ করোনা দেখা হবে কোন এক সময়, সময়ের হাত ধরে।কিন্তু কোথায় আজ তুমি? আমি আজ খুজি তোমায় অসীম সীমানায় মাঝ সমুদ্রের কোন পথ হারা নৌযানে, কারণ তুমিতো অনেক আগেই হারিয়েছ পথ,আসোনি সঠিক সময়ে, সময়ের পথ ধরে ।

তুমি বলেছিলে ,কোন বিবর্ণ সমুদ্র সৈকতে,খোলা আকাশের নিচে যেখানে থাকব শুধু তুমি আর আমি।তাই খুজি সেই নৌকা,যে নৌকায় দাঁড়িয়ে বলেছিলে যদি কখনো খুজে না পাও আমায়,আধুনিক কোন জাহাজে নয় তবে খুজো আমায় সেই সমুদ্র সৈকতে সেই তরীতে।

নিরাশার ডুবেছি সেই কবে!তবু কেন জানি যুগ যুগান্তর পর হঠাৎ মনে অভ্যন্তরে ঝরেছে অঝোরধারায় বৃষ্টি,তাই অনেক অনেক দিন পর হ্রদয়ে যতো লুকানো কষ্ট আজ কষ্টের জমাট বাধা শক্ত বরফ বৃষ্টি হয়ে ঝরে পরছে।

শুধু অতীত কিছু খুটি-নাটি আর কিছু আবেগি শব্দ নিয়ে চলছি,তাই আজ কিছু অজানা কথা জানবো বলে খোজবো অতীতের যতো না জানা উত্তর। তোমায় কিছু কথা জিজ্ঞাসা করবো বলে, তুমি বলেছিলে সেই কথাগুলো অনেক আগে,যা এখনো রয়ে গেছে অনেকটা অস্পষ্ট, আসেনি লোকালয়ে।

আসলে এই ধরণীতে তুমি-আমি, প্রেম-ভালবাসা বলে কিছুই নেই সবই শূন্য, নেই কোন সত্যিকারের সম্পর্ক, নেই আপন জন, সবাই চায় শুধু কাঁচা টাকার স্বাদ,আমি তুমিও এর বাইরে নয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন