ছেলেটার এমন কোন বিষয় নেই,যা মেয়েটা জানতো না।কিন্তু মেয়েটার এমন অনেক বিষয়ই ছিল, যা ছেলেটা জানতো না। ছেলেটার মাঝে মাঝে ক্ষোভ জন্মালেও,পরক্ষনেই আবার ভাবতো মেয়েরা বোধহয় এমনই,অনেক কিছুই গোপন রাখে!
তৃতীয় একজনের আগমন ঘটেছে তাদের মাঝে।তাই আজ সেই সুন্দর সম্পর্কটা ফিকে হয়েগেছে আর কারনটাও ঠিকই বুঝে ছেলেটা।
সেই তৃতীয় জনকে সে স্বাগত জানাতেও প্রস্তুত ছিল ছেলেটা।কারণ সে জানতো
তাদের মধ্যকার সম্পর্ক কখনোই সামনে এগুবে না,আর তা সে চাইতোও না কখনো
সেইটাও আবার মেয়েটা ভালো করে জানতো।
তারপরও ছেলেটা শুধু চেয়েছিল,মেয়েটা তাকে সব কিছু বলুক।যেমন করে সে তার সবকিছু খুলে বলতো।কিন্তু মেয়েটা তা করেনি বরং অস্বীকার করেছে! ছেলেটার সাথে মেয়েটার ক্রমাগত ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত অবহেলা,ব্যস্থতার অজুহাত আর ছেলেটার নিজেকে খাটো না করার মানসিকতা কারণে সেই সম্পর্কের মাঝে দূরত্বটা আজ বেড়েই চলেছে।
তৃতীয় জনের সাথে আজ চতুর্থ জনেরও আগমন ঘটেছে দুজনের মাঝে। দুজনেই আজ যার যার দিক থেকে হয়তো সুখী,তারপরও হয়তো দুজন দুজনকে ঠিকই মনে পড়ে।কিন্তু কেউ কাউকে আর সময় দেওয়া হয়না।কথা বলা হয় না,ব্যস্ততার অজুহাতে।এখনও তাদের সম্পর্কটা এক অন্যরকম সংজ্ঞায় সংজ্ঞায়িত। তবে সেই আগের সংজ্ঞায় না,নতুন কোন সংজ্ঞায়!
তারপরও ছেলেটা শুধু চেয়েছিল,মেয়েটা তাকে সব কিছু বলুক।যেমন করে সে তার সবকিছু খুলে বলতো।কিন্তু মেয়েটা তা করেনি বরং অস্বীকার করেছে! ছেলেটার সাথে মেয়েটার ক্রমাগত ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত অবহেলা,ব্যস্থতার অজুহাত আর ছেলেটার নিজেকে খাটো না করার মানসিকতা কারণে সেই সম্পর্কের মাঝে দূরত্বটা আজ বেড়েই চলেছে।
তৃতীয় জনের সাথে আজ চতুর্থ জনেরও আগমন ঘটেছে দুজনের মাঝে। দুজনেই আজ যার যার দিক থেকে হয়তো সুখী,তারপরও হয়তো দুজন দুজনকে ঠিকই মনে পড়ে।কিন্তু কেউ কাউকে আর সময় দেওয়া হয়না।কথা বলা হয় না,ব্যস্ততার অজুহাতে।এখনও তাদের সম্পর্কটা এক অন্যরকম সংজ্ঞায় সংজ্ঞায়িত। তবে সেই আগের সংজ্ঞায় না,নতুন কোন সংজ্ঞায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন