শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

চলেই যখন যাবে


যদি চলেই যখন যাবে তবে কেন ?
অবুঝ মনে বসন্তের হাওয়া বইয়ে দিলে।

চলেই যখন যাবে তবে কেনইবা ?
অবুঝ হৃদয়ে দিলে এতোটা ব্যথা।

চলেই যখন যাবে তবে কেনইবা ?
মিছে বাঁধনে দুচোখ ভরে স্বপ্ন দেখালে।

যদি চলেই যখন যাবে তবে কেন ?
মিথ্যে করলে জীবন,পাইনা খুঁজেও মন।

উদাসী হাওয়া,গলে যাওয়া হৃদয়,
ভালোবাসা ছিল মিছে,তাই কেঁদতে কয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন