শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে চাই


"তুমি কালো, কুৎসিত,বিস্রি...
এতটা জঘন্য কেউ হতে পারে তা আমার ভাবনার বাইরে ছিল। তুমি এতটা নিচু মনের, সেটা আগে জানলে কখনই সম্পর্ক গড়তাম না তোমার সাথে।"
 
কথা গুলো খুবই হৃদয় বিদারক। যে ভালবাসে অন্তত দিয়ে তার মুখ থেকে এই কথাগুলো কখনই বের হবে না। তবে হা কোন একটা সময় মুখ দিয়ে ঠীকই বের হবে।

হা যেমন আমি বলছি আজ । কেননা, তোমাকে সেই ঘরটা দিয়েছিলাম যেখানে অন্য কেউ ঢুকতে পারছে না এখন।আর তুমি মনের সেই ঘরটা ভেঙে দিয়েছ অন্য কারোও ঘরে বসবাস করবে বলে।যার জন্য ভুলতে গেলেও তোমাকে মনে করতে হয়। তোমাকে কুৎসিত বা কালো বলেছি মনের ইচ্ছার বিরুদ্ধে। ভুলতে চাই তোমার সাথে কাটানো সেই দিনগুলোকে।

জীবনে হয়ত অনেক বড় ভুল করেছি যার মাসুল আজ গুনতে হচ্ছে তোমাকে ভুলতে না পেরে। ভিত্তিহীন কথাগুলোর অর্থ আজ বুঝতে পারছি। থাকতেই যদি না পারবে তবে কেনই বা এত এত প্রতিজ্ঞা করিয়েছিলে?
জানি কথা গুলোর উত্তর তুমি দিতে পারবে না। হয়ত দিতেও পারবে কোন একদিন। বলবে - তোমার মত বেকার ছেলের সাথে ঘর বাঁধার চেয়ে সারা জীবন বিয়ে না করে থাকাই শ্রেয়। থাক, তোমার মুখ থেকে এই কটু কথাটুকু আমি শুনতে চাই না। ঘৃণার জন্ম দিতে চাই না।

বিঃদ্রঃ প্রতিটি ছেকা খাওয়া বেকার ছেলেদের নিরম্ম প্রেমের কাহিনি আর প্রেমিকার কাছে প্রশ্ন গুলোও প্রায় একই রকমের।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন