শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

কেউ একজন থাকা প্রয়োজন

জ্যোৎস্না রাতে যখন আধখানা চাঁদ তার মিতালী নীল আসমান নিয়ে দীঘির জলে ভেসে থাকে, বাঁকা চাঁদের স্নিগ্ধ আলো ছু্ঁয়ে যায় গাঁয়ের সমস্ত পথ, তখন দীঘির পাড়ে বাঁশঝাড়ের আড়ালে বসে থাকা তরুণের কাঁধে মাথা রেখে গুণগুণ করে জ্যোৎস্নার গান করার জন্য হলেও কেউ একজন থাকা বড্ড প্রয়োজন!

গ্রীষ্মের কাক মরা দুপুরে ঘামে চুবচুবে হয়ে বেকার যুবক যখন পীচঢালা কালোপথের দূর প্রান্তে মরীচিকা দেখতে শুরু করে ঠিক তখন রিকশার হুড থেকে মাথাটা খানিক বের করে,
      ঐ বাবু, এমন গরমে রাস্তায় হাঁটছো কেনো? রিকশায় উঠে আসো বলছি।
      এই কথা বলার জন্য হলেও কেউ একজন থাকা বড্ড প্রয়োজন!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন