পাখিরা যদি সন্ধ্যায় নীড়ে ফিরতে ভুলে যায়,আকাশের সাদা চাঁদ যদি কালো হয়ে
যায়,রাতের শিশিরে যদি বন্যা বয়ে যায়,রাতের শেষ ট্রেনটা যদি স্টেশনে আসতে
ভুলে যায়,তার পরেও আমাদের দেখা হবেই একদিন ।
আমার পৃথিবীটা যদি খুব বেশি সুন্দর হয়ে যায়,সাহারায় যদি হঠাৎ ঘন অরণ্য হয়ে যায়,আমার জন্য যদি তোমার চোখে একটু অশ্রু ঝরে,তবে একদিন আমাদের দেখা হবেই।
তুমি জানো কি........,
অতীতের কতো রাত কেটেছিল একা,যন্ত্রণায় । অতীতের অনেকটা সময় একাকার হয়ে খুজেছি প্রতি মহুত্বে জীবনের মানে !বলব কি পেয়েছিলাম? হে সেইদিন পেয়েছিলাম হতাশা গ্রস্ত জীবনের জীবন নামক শব্দের অভিধানিক অর্থ,সত্যিকারের জীবনের মানে।
আমার পৃথিবীটা যদি খুব বেশি সুন্দর হয়ে যায়,সাহারায় যদি হঠাৎ ঘন অরণ্য হয়ে যায়,আমার জন্য যদি তোমার চোখে একটু অশ্রু ঝরে,তবে একদিন আমাদের দেখা হবেই।
তুমি জানো কি........,
অতীতের কতো রাত কেটেছিল একা,যন্ত্রণায় । অতীতের অনেকটা সময় একাকার হয়ে খুজেছি প্রতি মহুত্বে জীবনের মানে !বলব কি পেয়েছিলাম? হে সেইদিন পেয়েছিলাম হতাশা গ্রস্ত জীবনের জীবন নামক শব্দের অভিধানিক অর্থ,সত্যিকারের জীবনের মানে।
কেন জানি দুঃখগুলো
ভালোবাসার মতো আঁকড়ে ধরে আজকাল আমায় অথচ জীবনের সেই অধ্যায় শেষ করেছি সেই
কবেই ।আর তাইতো জীবনের রাহিত্য এখন প্রশ্ন করে, কি করেছিস তুই অতীতে? বলো
কে চায় নিজের আবশ্যকতাকে এড়িয়ে যেতে।
সময়ের বিবর্তনে মানুষ যতোটা এগিয়েছে ততোটা হারিয়েছে জীবনের মানে
সময় আজ শুধু ছুটে চলা, কেউ পাচ্ছেনা খুজে জীবনের মানে। জীবন আজ জীবিকার খোজে নির্বিকার,কোথায় সেই ভালোবাসা!
বাই দ্য ওয়ে,অন্ধকার থেকে যেমন অালো অাসবেই, তেমনি আমাদের দেখা হবেই হয়ত সয়ম পেরিয়ে সয়মইরি হাত দরে।
সময়ের বিবর্তনে মানুষ যতোটা এগিয়েছে ততোটা হারিয়েছে জীবনের মানে
সময় আজ শুধু ছুটে চলা, কেউ পাচ্ছেনা খুজে জীবনের মানে। জীবন আজ জীবিকার খোজে নির্বিকার,কোথায় সেই ভালোবাসা!
বাই দ্য ওয়ে,অন্ধকার থেকে যেমন অালো অাসবেই, তেমনি আমাদের দেখা হবেই হয়ত সয়ম পেরিয়ে সয়মইরি হাত দরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন