বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

সহস্র লক্ষ মাইল দৌড়ালেও ছুঁতে পারছিনা লাল ফিতা

পৃথিবীতে অনেকে যোগ্য হয়ে জন্মগ্রহণ করে ,আবার কেউ যোগ্য হতে গিয়ে নিঃশেষ হয়ে যায়।

মেয়ে বিয়ে করেশ্ব শুরের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আপনি, শত শত মাস্টার্স এমবিএ করা ছেলে-মেয়েরা আপনাকে এখন স্যার স্যার করছে কারন আপনি মেয়ের জামাই ।

ভবঘুরে ছেলে কোন রকম সার্টিফিকেট একটা অর্জন করে বাবার প্রতিষ্ঠানের এক্সিকিউটিব ডিরেক্টর, সে ভুলে হাঁচি দিলে তিনজন টিস্যু এগিয়ে দেয় । একজন চিল্লাই বলে, আদা লেবু দিয়ে চা দেস না কেরে। ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটি কাঁপা কাঁপা স্বরে বলে স্যার একটু পরে আসছি আপনার রেস্ট নেওয়া দরকার। সেই সব পরিবার এর ছেলে হয়ে জন্মগ্রহণ করাটাই আপনার সবচেয়ে বড় যোগ্যতা।

পৃথিবীতে অযোগ্যরাই সবচেয়ে বড় যোগ্য হয়ে যায় একদিন। চাঁদ কপাল একদিন ঘামে ভিজা কপালকেও হার মানিয়ে দেয়।দৌড়ে লাল ফিতা ছুঁয়ার জন্য কেউ দশ মিটার দৌড়ালেই হয়ে যায় ,কেউ বিশ মিটার ,কেউ একশ,আর আমি সহস্র লক্ষ মাইল দৌড়ালেও ছুঁতে পারছিনা সেই লাল ফিতা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন