বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

শত কষ্টের পরেও ঠোঁটের ভাজে হাসি

পোলা মানুষ এত শুকনা হয়!
(বাসায় খাওয়ায় না?)

মাইয়াডা এত্ত শর্ট।
(ছোটবেলায় হরলিক্স খাওনাই? কমপ্ল্যান খাবা বুঝচ্ছো? দড়ি লাগায়া ঝুইলা থাইকো লম্বা হবা)

বেশি ফর্শা। পোলা মানুষ এত ফর্শা হইলে ভাল্লাগে না।
(হিজড়া হিজড়া লাগে)

মাইয়ার এত রাগ।
(শশুর বাড়ি গেলে কপালে দুর্গতি আছে। মিলেমিশে খাইতে পারবো না)

বলদ পোলা।
(বউ যা কয় তাই শুনে, এইসব পোলাগরেই মাইয়ারা ভাঙাইয়াই খায়)

সব কাজ পারে মাইয়া
(বেশি পারে। বেশি বুঝে। বেশি পাকনা)

পোলা পড়াশুনা করেনা।
(জীবনে করবো কি? বউ পালবো কেম্নে?)

"সুশীল সমাজের" এই কথাগুলো শুনতে শুনতেই দিন পার হয়ে যায় আমাদের জেনারেশনের ছেলেমেয়েদের...আর তাইতো লোক দেখানোর জন্য হলেওঅনেক কাজ করতে হয়। যেমন শত কষ্টের পরেও ঠোঁটের ভাজে একটা সুন্দর হাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন